অ্যাপশহর

ChatGPT ফ্রি-তে ব্যবহারের দিন শেষ! এবার খরচ কত জানেন?

এবার ChatGPT ব্যবহারে ফাঁকা হবে পকেট , দাবি ব্যবহারকারীদের

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 24 Jan 2023, 1:36 pm
2022 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল ChatGPT। প্রকাশ্যে আসার পরে এই AI চ্যাটবটের কাজকর্ম দেখে চোখ কপালে উঠেছিল। একদিকে যেমন সাবলীল ভাষায় যে কোনও বিষয়ে কথা বলতে পারে ChatGPT, অন্যদিকে কবিতা লেখা থেকে কঠিন কম্পিউটার কোডিংয়ের ভুল নিমেষে খুঁজে দিতে পারে এই AI টুল। OpenAI নামে একটি সংস্থা এই প্রোটোটাইপ বিশ্ববাসীর ব্যবহারের জন্য নিয়ে হাজির হয়েছিল ডিসেম্বরে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে প্রো ভার্সনে এই প্রোডাক্ট লঞ্চ হতে পারে। সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশনের জন্য প্রতিমাসে মোটা টাকা গুনতে হতে পারে ব্যবহারকারীদের।
EiSamay.Com chatgpt
ChatGPT থেকে রোজগারের উপায় খুঁজছে OpenAI


সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ChatGPT ব্যবহারের জন্য প্রতি মাসে 42 মার্কিন ডলার (প্রায় 3,500 টাকা)। ChatGPT লঞ্চের সময় OpenAI - এর প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছিলেন ভবিষ্যতে এই প্রোডাক্টকে যেভাবেই হোক মনিটাইজ করতে হবে। গণনার কাজের খরচ জানলে চোখে জল চলে আসবে।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে AI ডেভেলপার জাহিদ খাওয়াজা জানিয়েছেন ইতিমধ্যে ChatGPT-র প্রো ভার্সন হাজির হয়েছে। প্রো ভার্সনে আগের থেকে দ্রুত উত্তর দেবে এই AI চ্যাটবট। এছাড়াও প্রো সাবস্ক্রাইবারদের জন্য অতিরিক্ত ফিচার লঞ্চের ভাবনা রয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। যদিও ChatGPT প্রো ভার্সন লঞ্চ প্রসঙ্গে এখনও OpenAI-এর তরফ থেকে কিছুই জানানো হয়নি। এছাড়াও প্রো ভার্সন এলে ফ্রি ভার্সনের কী হবে সেই বিষয়েও কিছু জানা যায়নি।

তবে এই খবর সামনে আসতেই ChatGPT ব্যবহারকারীদের কপালে ভাঁজ পরেছে। টুইটারে অনেকেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিশেষ করে মাসিক সাবস্ক্রিপশনের কারণে এই আকাশছোঁয়া খরচের জন্য হতাশা প্রকাশ করেছেন অনেকেই।

এদিকে ChatGPT-র দুর্দান্ত সাফল্যের পরেই OpenAI-তে বিপুল লগ্নির কথা ঘোষণা করেছে মার্কিন টেক জায়েন্ট সংস্থা Microsoft। ইতিমধ্যেই এই স্টার্টআপ সংস্থায় 3 বিলিয়ন মার্কিন ডলার লগ্নি ছিল Microsoft-এর। এবার আরও 10 বিলিয়ন মার্কিন ডলার লগ্নির কথা জানিয়েছে সত্য নাডেলার সংস্থা।
Tech Trends 2023: মানুষের জায়গা নেবে রোবট! এই বছরই কর্মহীন হওয়ার আশঙ্কায় বিশ্ববাসী
এই ঘোষণার করে Microsoft প্রধান সত্য নাডেলা জানিয়েছিলেন, এর ফলে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়ে প্রাধান্য দিতে শুরু করেছে। যাকে কম্পিউটার জগতের পরবর্তী বড় ঢেউ বলে আখ্যা দিয়েছিলেন সত্য।

তিনি আরও জানিয়েছেন এর ফলে ডেভেলপার ও বিভিন্ন সংস্থার কাছে সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি পৌঁছে দেবে Microsoft।
Artificial Intelligence: আদালতে উকিল এবার রোবট, মিলছে মামলা জেতানোর গ্যারান্টি!
প্রসঙ্গত 2015 সালে OpenAI-এর পথ চলা শুরু। AI গবেষক ও বিশ্বের কিছু তাবড় শিল্পপতি এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। সেই তালিকায় নাম ছিল এলন মাস্কের। 2016 সালে এই সংস্থায় প্রথম লগ্নি করেছিল Microsoft।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর