অ্যাপশহর

সবুরে মেওয়া ফলে! 4G টাওয়ারেই 'ঝড়ের বেগে’ 5G স্পিড দেবে BSNL

BSNL: 4G নেটওয়ার্ক শুরু করার জন্য যে হার্ডওয়ার ব্যবহার হবে তা দিয়েই পরে 5G নেটওয়ার্ক চালু করা যাবে। দুর্দান্ত কভারেজের জন্য একগুচ্ছ মাইক্রো টাওয়ার বসাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এখনও বেসরকারি সংস্থাগুলির থেকে অনেকটা কম দামে গ্রাহকের কাছে টেলিকম পরিষেবা পৌঁছে দিচ্ছে BSNL। এই পরিস্থিতিতে যদি 4G পরিষেবা চালু হয়ে যায় তবে আরও বেশি গ্রাহক এই রাষ্ট্রায়ত্ত সংস্থার দিকে ঝুঁকতে পারেন।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 20 Jun 2022, 11:40 am
এতদিন 3G নেটওয়ার্কের উপরে ভরসা করলেও অবশেষে 4G নেটওয়ার্ক শুরু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। একাধিক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর অগাস্টের মধ্যেই 4G পরিষেবা শুরু করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। শুরুতে নির্বাচিত কিছু এলাকায় 4G নেটওয়ার্ক লঞ্চ হলেও চলতি বছরের মধ্যে গোটা দেশ জুড়ে 4G নেটওয়ার্ক শুরু করে দিতে পারে BSNL। নতুন খবরে জানা গিয়েছে 4G নেটওয়ার্ক শুরু করার জন্য যে হার্ডওয়ার ব্যবহার হবে তা দিয়েই পরে 5G নেটওয়ার্ক চালু করা যাবে।
EiSamay.Com bsnl 4g tower


দ্য হিন্দুতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কন্যাকুমারীর নাগেরকয়েলের 292 টি মোবাইল টাওয়ারে 4G পরিষেবা শুরু হবে। এই সব টাওয়ারে এমন প্রযুক্তি ব্যবহার হবে যা 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।

রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী একই এলাকায় আরও 300 টি টাওয়ার যুক্ত করার পরিকল্পনা করছে BSNL। এর ফলে নাগেরকয়েল এলাকার বাসিন্দারা যে কোন জায়গা থেকে BSNL 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

যদিও এখানেই থেমে থাকতে চায় না BSNL। আরও ভালো 4G কভারেজের জন্য 100টি মাইক্রো টাওয়ার ব্যবহার করবে BSNL। ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই টাওয়ারগুলি ব্যবহার হবে। এছাড়াও ব্যবসায়িক এলাকা, হাসপাতাল, বাস স্ট্যান্ড ও অন্যান্য জায়গায় ব্যবহার হবে মাইক্রো টাওয়ারগুলি।
Jio-Airtel কুপোকাত! ₹150-র কমে মিলছে 90GB ডেটা, 365 দিন ভ্যালিডিটি
ইতিমধ্যেই 5G স্পেকটার্ম নিলামের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকেই দেশের বিভিন্ন বড় শহরে 5G পরিষেবা শুরু করবে বেসরকারি টেলিকম সংস্থাগুলি। জানা গিয়েছে BSNL নিজেদের 4G নেটওয়ার্কের জন্য এমন টাওয়ার ব্যবহার করছে যা সফটওয়্যার আপডেটের মাধ্যমে 5G-তে আপগ্রেড করা যাবে। অর্থাৎ যে কোন সময় 5G পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত থাকবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
সস্তায় যত খুশি ইন্টারনেট! BSNL -এর এই প্ল্যানে মিলছে অফুরন্ত ডেটা
ভারতের সব রাজ্য ও জেলায় যদি BSNL 4G নেটওয়ার্ক শুরু করে তবে বেশ চাপে পড়ে যাবে Jio, Airtel -এর মতো বেসরকারি সংস্থাগুলি। এখনও বেসরকারি সংস্থাগুলির থেকে অনেকটা কম দামে গ্রাহকের কাছে টেলিকম পরিষেবা পৌঁছে দিচ্ছে BSNL। এই পরিস্থিতিতে যদি 4G পরিষেবা চালু হয়ে যায় তবে আরও বেশি গ্রাহক এই রাষ্ট্রায়ত্ত সংস্থার দিকে ঝুঁকতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে বেশ চাপে পড়তে হতে পারে Jio, Airtel, Vodafone Idea -কে। যদিও ঠিক কবে BSNL এর 4G নেটওয়ার্ক শুরু হবে তা এখনও জানা যায়নি।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল