অ্যাপশহর

মাত্র 107 টাকায় 90 দিন ভ্যালিডিটি BSNL-এর, সঙ্গে মিলবে অনেককিছু, প্ল্যানটা জানেন?

bsnl : 107 টাকার রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা নিয়ে এল BSNL। 90 দিনের ভ্যালিডিটি সহ ডেটা ব্যবহার এবং কলিংয়ের সুবিধা রয়েছে। জেনে নিন এই প্যাকটি সম্পর্কে বিস্তারিত তথ্য-

Lipi 26 Nov 2021, 5:12 pm
BSNL : সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে Airtel ও Vodafone Idea। 26 নভেম্বর থেকে এই দুই সংস্থার নতুন ট্যারিফ প্রযোজ্য হবে। এর ফলে টেলিকম পরিষেবা ব্যবহার আগের থেকেও খরচ সাপেক্ষ হয়েছে। প্রায় সব প্ল্যানের সঙ্গেই যে পরিমাণ ডেটা পাওয়া যায় তা প্ল্যানের বৈধতা শেষ হওয়ার আগেই শেষ হয়। ফলে ফের একবার ডেটা রিচার্জ করতে হয় গ্রাহকদের। তবে বেশিরভাগ টেলিকম কোম্পানির ডেটা প্ল্যানের সঙ্গে কোন ভ্যালিডিটি রাখে না। তবে সেই পথে না হেঁটে এবার ডেটা ভাউচারের সঙ্গে আরও অনেক সুবিধা দিতে শুরু করল BSNL। এই রকম প্ল্যান সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনে-
EiSamay.Com BSNL


WhatsApp করুন নিজের তৈরি স্টিকার, জানুন সহজ পদ্ধতি
BSNL 107 টাকা প্রিপেড প্ল্যান
এই প্ল্যানের সঙ্গে 10GB ডেটা দিচ্ছে BSNL। 30 দিনের মধ্যে এই ডেটা ব্যবহার করতে হবে। সঙ্গে মিলছে আনলিমিটেড ভয়েস কলিং। এই প্ল্যানের গ্রাহকরা 24 ঘণ্টা বিনামূল্যে ভয়েস কলিং করতে পারবেন। সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে মোট 100টি SMS। এছাড়াও মিলবে 90 দিনের ভ্যালিডিটি। এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা দীর্ঘদিন বিনামূল্যে ইনিকামিং কলের সুবিধা পাবেন।


একই দামে কী সুবিধা দিচ্ছে অন্যান্য কম্পানিগুলি?

Airtel 129 টাকা প্রিপেড প্ল্যান
এই প্ল্যানের গ্রাহকরা মোট 1GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সঙ্গেও মিলবে আনলিমিটেড ভয়েস কল। সঙ্গে থাকছে বিনামূল্যে 300 টি SMS। 129 টাকা রিচার্জে 24 দিন ভ্যালিডিটি পাবেন Airtel প্রিপেড গ্রাহকরা। এছাড়াও এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে হ্যালোটিউন ও কম্পানির অন্যান্য পরিষেবাগুলি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

দেশের প্রথম Airtel 5G ট্রায়াল হল বাংলায়
Vodafone Idea 129 টাকা প্রিপেড প্ল্যান
129 টাকা প্রিপেড রিচার্জে 200MB ডেটা দিচ্ছে Vi। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং। এই প্ল্যানে কোম্পানির প্রিপেড গ্রাহকরা 18 দিন ভ্যালিডিটি পাবেন।

Jio 98 টাকা প্রিপেড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে 14 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। অর্থাৎ মোট 21GB ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। দৈনিক ডেটা ব্যবহারের সীমা শেষ হলে স্পিড কমে 64 Kbps হয়ে যাবে। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল ও সব Jio অ্যাপস ব্যবহারের সুযোগ।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল