অ্যাপশহর

মাত্র 199 টাকায় প্রতিদিন 2GB ডেটা, বড়দিনে BSNL-এর বড় চমক!

বাজার ধরতে মরিয়া সরকারি টেলিকম সংস্থা BSNL। কিছু দিন আগেই কোম্পানি 251 টাকার প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। বুধবার 199 টাকার আর একটি অনবদ্য Recharge Plan লঞ্চ করল BSNL।

EiSamay.Com 23 Dec 2020, 6:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বছর শেষে একের পর এক নতুন অফারে তাক লাগাচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। বুধবারই ভারতীয়দের জন্য নতুন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এল সরকারি এই টেলিকম সংস্থা। 24 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই প্রিপেইড প্যাক রিচার্জের করে ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। এই প্ল্যানটি কেবল মাত্র বড়দিনের জন্যই লঞ্চ করা হয়েছে। এছাড়াও BSNL-এর আর একটি 199 টাকার স্থায়ী প্ল্যান রয়েছে।
EiSamay.Com BSNL


এদিন BSNL-এর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই খবরটি সর্বপ্রথম শেয়ার করা হয়। BSNL-এর 199 টাকার প্রিপেইড রিচার্জ প্যাকে গ্রাহকেরা রোজ 2GB করে ডেটা উপভোগ করতে পারবেন এবং তা 4G স্পিডেই। পাশাপাশিই আবার দিনে 100 SMS-সহ বিনামূল্যেই 250 মিনিট ফ্রি লোকাল এবং এসটিডি কল করতে পারবেন BSNL ইউজারেরা। 199 টাকার এই প্রিপেইড রিচার্জ প্যাকটি 30 দিনের জন্য ভ্যালিড।

এই নতুন রিচার্জ প্যাক লঞ্চ করা ছাড়াও STV 998 প্রিপেইড প্ল্যানটিও রিভাইজ় করল BSNL। এর আগে 998 টাকার প্ল্যানে BSNL গ্রাহকেরা প্রত্যহ 2GB করে ডেটা ব্যবহার করার সুযোগ পেতেন। সেটিই এখন থেকে 3GB করে দিল BSNL। সংস্থার এই 998 টাকার প্রিপেইড রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 240 দিন। কেরালা টেলিকম সর্বপ্রথম এই খবরটি শেয়ার করে। তবে কলকাতা-সহ সারা ভারতবর্ষের BSNL গ্রাহকেরা 998 টাকার প্রিপেইড প্ল্যানে এবার থেকে 3GB করে ডেটা ব্যবহার করতে পারবেন।

কিন্তু 199 টাকার প্রিপেইড প্ল্যানটি আপাতত রাজস্থান সার্কেলেই উপলব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সে সম্পর্কে এখনও অবধি নিশ্চিত কোনও বার্তা পাওয়া যায়নি। যেহেতু 24 ডিসেম্বর থেকে BSNL-এর 199 টাকার প্রিপেইড প্ল্যানটি লাগু হবে, তাই কালই রাজস্থান ব্যতিরেকে দেশের অন্যান্য প্রান্তেও এর উপলব্ধতা সম্পর্কিত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

BSNL Work From Home Plan: মাত্র 251 টাকায় 70GB ইন্টারনেট, প্রতিযোগীদের ধাক্কা দিতে সরকারি BSNL-এর নতুন অস্ত্র!
দিনকয়েক আগেই 251 টাকার ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান লঞ্চ করেছে BSNL। এই প্ল্যানে ইউজারদের মোট 70GB ডেটা অফার করা হচ্ছে। তবে এতে ইন্টারনেট ছাড়া আর কোনও সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও BSNL 186 টাকার প্রিপেইড প্ল্যানটি সরিয়ে আর একটি 199 টাকার প্ল্যান লঞ্চ করেছে। তবে নতুন এই প্ল্যানের সঙ্গে পুরনোটির কোনও যোগসাজশ নেই!

BSNL নিয়ে এল 199 টাকার চমৎকার প্ল্যান, রোজ 2GB ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং!
এছাড়াও বিগত কিছু দিনে Bharat Fibre broadband plans-ও ঢেলে সাজিয়েছে সরকারি এই টেলকো। আর সেই সব ব্রডব্যান্ড প্ল্যানই এখন আগের থেকে অন্তত 10 গুণ বেশি ডেটা স্পিড দিচ্ছে। ভারত ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলির মধ্যে রয়েছে 499, 779, 849, 949, 1277 এবং 1999 টাকার।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল