অ্যাপশহর

বর্ষশেষে BSNL, Jio-র ব্যাপক অফার! এক রিচার্জে চলবে বহুদিন

শুধু BSNL বা Jio নয় ACT Fibernet এর মতো সংস্থাও বর্ষশেষে তার গ্রাহকদের জন্য অতিরিক্ত অফার নিয়ে হাজির হয়েছে। BSNL এবং ACT এর অফারগুলি শেষ হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ এবং Jio-র অফার নিতে হলে আগামী বছরের জানুয়ারির 2 তারিখের মধ্যে রিচার্জ করতে হবে।

EiSamay.Com 31 Dec 2021, 4:19 pm
নতুন বছরে ঢোকার আগেই গ্রাহকদের জন্য একাধিক অফার নিয়ে হাজির হয়েছে বিভিন্ন মোবাইল সংস্থা। বেশ কয়েকটি প্ল্যানে অতিরিক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। পিছিয়ে নেই সরকারি সংস্থা BSNL-ও। বছর শেষে গ্রাহকদের জন্য বিপুল অফার নিয়ে হাজির হয়েছে তারা। এর সঙ্গে রয়েছে Jio। গ্রাহকদের ধরে রাখতে বেশি দিনের বৈধতার প্যাকগুলির জন্য একাধিক অফার দিচ্ছে সংস্থাটি। BSNL এবং Jio-র এরকম দুটি প্ল্যান আজ এই প্রতিবেদনে জানানো হল।
EiSamay.Com BSNL JIO


মেয়েরা দিনে কতক্ষণ ফোন ব্যবহার করে, কী বলছে সমীক্ষা?
BSNL এবং Jio তাদের একবছর ভ্যালিডিটি প্ল্যানগুলির ক্ষেত্রে বৈধতা বাড়িয়েছে। ওই প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করলে অতিরিক্ত আরও কয়েকদিন সুবিধা পাওয়া যাবে। শুধু BSNL বা Jio নয় ACT Fibernet এর মতো সংস্থাও বর্ষশেষে তার গ্রাহকদের জন্য অতিরিক্ত অফার নিয়ে হাজির হয়েছে। BSNL এবং ACT এর অফারগুলি শেষ হচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ এবং Jio-র অফার নিতে হলে আগামী বছরের জানুয়ারির 2 তারিখের মধ্যে রিচার্জ করতে হবে।

5 বছরের মধ্যে মঙ্গলে মানুষ যাবেই! প্রতিজ্ঞা ইলন মাস্কের
  • BSNL 2399 টাকার প্ল্যান-
এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা সাধারণ ভাবে 365 দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। কিন্তু এই প্ল্যানের সঙ্গে আরও 60 দিনের বৈধতা বৃদ্ধি করেছে সংস্থাটি। অর্থাৎ বর্তমানে 425 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে যে যে সুবিধা পাওয়া যাবে তা হল প্রতিদিন 3 GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়াও আনলিমিডেট কলিং এবং প্রতিদিন 100 টি করে মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। যারা লং টার্ম প্ল্যান দিয়ে রিচার্জ করেন তাঁদের জন্য BSNL এর এই প্ল্যানটি আদর্শ। তবে অতিরিক্ত দিনের বৈধতা পাওয়ার জন্য কিন্তু 31 ডিসেম্বর 2021 এর মধ্যে রিচার্জ করতে হবে বলে জানানো হয়েছে।


  • Jio 2545 টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহকদের অতিরিক্ত 29 দিনের সুবিধা দিচ্ছে সংস্থাটি। এতদিন এই প্ল্যানের বৈধতা ছিল 336 দিন। কিন্তু এবার তা বাড়িয়ে 365 দিন করা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত 29 দিন পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি করে মেসেজও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। 2 জানুয়ারি 2022 এর মধ্যে রিচার্জ করলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।


ACT ফাইবার নেটের তরফে গ্রাহকদের অতিরিক্ত ইন্টারনেট স্পিড দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেই এই সুবিধা পাওয়া যাবে ।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল