অ্যাপশহর

দীপাবলি সেলের নামে ভয়ংকর প্রতারণা! নিরাপদ অনলাইন শপিংয়ের সেরা টোটকা, এখনই জেনে নিন

Online Shopping Mistakes: দীপাবলির আগেই দেশএর একাধিক ই-কমার্স প্ল্যাটফর্ম হাজির হয়েছে একাধিক সেল নিয়ে। আর সেই সেলে চোখ রাঙাচ্ছে প্রতারকদের নানা কারসাজি। এমনই এক পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নিরাপদে অনলাইন সেলের কিছু সেরা টিপস নিয়ে হাজির হল এই সময় ডিজিটাল।

Lipi 25 Oct 2021, 9:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলির সেল শুরু হওয়ার পর থেকেই দেশে অনলাইন শপিং বিপুল পরিমাণে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অনলাইনে প্রতারণার সংখ্যাও। দীপাবলির সেলে অ্যামাজন, ফ্লিপকার্ট ও অন্যান্য একাধিক অনলাইন প্ল্যাটফর্মে দুর্দান্ত সব অফারের সুবিধা পাওয়া গেলেও অনেক সময় গ্রাহকরা ভুল ওয়েবসাইটে চলে যাচ্ছেন। এই সেলে মোবাইল, টিভি, উইয়্যারেবল, ফার্নিচার, হোম অ্যাপ্লায়েন্স, জামা-কাপড় ও অন্যান্য সব বিভাগেই দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে, প্রথম বারের মতো অনলাইন শপিং করলে এই সেলে কেনাকাটা ও পেমেন্ট করার আগে সাবধান হতে হবে। একটু অসতর্ক হলেই প্রতারকদের ফাঁদে পড়ে হারাতে পারেন বিপুল পরিমাণ অর্থ।
EiSamay.Com Online Shopping


সতর্কতা অবলম্বন করে নির্ঝঞ্ঝাটে অনলাইন শপিং করা সম্ভব। অনলাইন শপিং করে অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার হাত থেকে বাঁচতে কী কী করবেন, জেনে নিন।

নিরাপদ অনলাইন শপিংয়ের দশটি টোটকা -

দীপাবলির সেলে কেনাকাটা করার আগে সতর্ক থাকতে হবে গ্রাহকদের। একনজরে সতর্ক থাকার টোটকাগুলি দেখে নিন।

১) অনলাইন শপিংয়ের জন্য কোনও ওয়েবসাইটের নাম HTTP দিয়ে শুরু হলে সেটি ওপেন করবেন না। ওয়েবসাইটের নাম HTTPS দিয়ে শুরু হলেই সেই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন।
২) ব্রাউজারে URL-এর উপর দিয়ে মাউস হোভার করে ওয়েবসাইটের সুরক্ষার লেভেল দেখে নিন।
৩) অজানা ওয়েবসাইট থেকে কেনাকাটা করবেন না। Amazon, Flipkart, ShopClues-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলি থেকে দীপাবলির সেলে কেনাকাটা করুন।

হোয়াটসঅ্যাপ চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হলে বলি তারকাদের কথাবার্তা ফাঁস হয় কী ভাবে?
৪) অনলাইন শপিংয়ের আগে কম্পিউটারে ফায়ারওয়াল অন করুন। আপডেট করুন অ্যান্টিভাইরাস।
৫) কোনও ওয়েবসাইট আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইলে, তা থেকে বেরিয়ে আসুন। অজানা মানুষের পাঠানো কোনও অ্যাপ ডাউনলোড করে অনলাইন শপিং করবেন না।
৬) অচেনা মানুষ ইমেল অথবা হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক পাঠালে, সেই লিঙ্কে ক্লিক করে শপিং করবেন না।

JioPhone Next ভারতে আসছে 4 নভেম্বর, দিওয়ালির মেগা লঞ্চের আগে আবার ফিচার্স লিক!
৭) নিয়মিত অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করুন।
৮) হোয়াটসঅ্যাপ, ফেসবুক অথবা ফোনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কাউকে জানাবেন না।
৯) কোনও প্রডাক্টে অবিশ্বাস্য অফার দেখতে পেলে সেই অফার এড়িয়ে চলুন। 5,000 টাকায় লেটেস্ট আইফোনের মতো অবিশ্বাস্য অফারগুলি সব সময় ভুয়ো হয়। তাই, প্রলোভনে পা দিয়ে প্রতারিত হবেন না।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল