অ্যাপশহর

বাজেট ₹15,000! সস্তায় 50MP ক্যামেরার সেরা 5টি ফোন দেখে নিন

Best Smartphone Under 15000: এই দামে Xiaomi, Realme, Oppo, Vivo সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন বাজারে রয়েছে। আপনিও এই দামে স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকলে সঠিক প্রতিবেদনে পৌঁছেছেন। এখানে 15,000 টাকার কম খরচে সেরা 5 টি স্মার্টফোন দেখে নেব। এই সব ফোনেই রয়েছে দুর্দান্ত ক্যামেরা। রিয়ার ক্যামেরায় থাকছে 50MP প্রাইমারি সেন্সর।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 19 Jun 2022, 1:04 pm
সম্প্রতি যন্ত্রাংশের দাম কিছুটা বৃদ্ধির কারণে ভালো স্মার্টফোন কিনতে আগের থেকে বেশি খরচ করতে হচ্ছে। আগে 10,000 টাকার কম দামে একগুচ্ছ ফোন পাওয়া গেলেও এখন ভালো পারফর্মেন্স ও ক্যামেরার জন্য খরচ করতে হচ্ছে অন্তত 15,000 টাকা। এই দামে Xiaomi, Realme, Oppo, Vivo সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন বাজারে রয়েছে। আপনিও এই দামে স্মার্টফোন (Best Smartphone Under 15000) কেনার পরিকল্পনা করে থাকলে সঠিক প্রতিবেদনে পৌঁছেছেন। এখানে 15,000 টাকার কম খরচে সেরা 5টি স্মার্টফোন দেখে নেব।
EiSamay.Com best smartphone under 15000


Vivo T1
এই ফোনের দাম শুরু হচ্ছে 14,499 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 4GB RAM + 128GB স্টোরেজ। এছাড়াও 6GB RAM সহ এই ফোন কিনতে 15,999 টাকা ও 8GB RAM সহ এই ফোন কিনতে 17,999 টাকা খরচ হবে। এও ফোনে রয়েছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 28 মিনিটে এই ফোনের ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে। রয়েছে 6.44 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে ওSnapdragon 680 চিপসেট। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর।

Oppo K10
6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 14,990 টাকা। এই ফোনে রয়েছে 6.59 ইঞ্চি ডিসপ্লে ও Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 50MP সেন্সর। Oppo K10 -এ রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Redmi 10
6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 12,499 টাকা। এই ফোনে রয়েছে 6.7 ইঞ্চি LCD ডিসপ্লে। সঙ্গে রয়েছে Snapdragon 680 চিপসেট। ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনেও রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।
Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন ফোন ব্যবহার করেন?
Poco M4 Pro 5G
4GB RAM + 64GB স্টোরেজে Poco M4 Pro 5G কিনতে 14,999 টাকা খরচ হবে। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেট দিয়েছে Poco। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 50MP প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে 8MP সেকেন্ডারি ক্যামেরা। এই ফোনে 5,000 mAh ব্যাটারির সঙ্গেই রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।
Best Smartphones Under Rs 10000: কম বাজেটে মুশকিল আসান! ₹10000-এর কমে সেরা 5 টি ফোন দেখে নিন
Realme 9i
4GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম শুরু হচ্ছে 13,499 টাকা থেকে। এই ফোনেও রয়েছে Snapdragon 680 চিপসেট। ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50MP সেন্সর। এছাড়াও থাকছে 2MP ম্যাক্রো ক্যামেরা ও 2MP BW সেন্সর। Realme 9i-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর