অ্যাপশহর

LED Charger Light: বাড়িতে লোডশেডিং-এর সমস্যা? 500টাকার কমেই রয়েছে নামী সংস্থার চার্জার LED লাইট

​অনেকেই খরচের জন্য ইনভার্টার বা এই ধরনের কোনও সামগ্রী বাড়িতে কিনতে পারনে না। ফলে বিদ্যুৎ চলে গেলে বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের। এই সমস্যা সমাধানে রয়েছে চার্জার লাইট। বর্তমানে একাধিক সংস্থা বাজারে নিয়ে এসেছে বিভিন্ন চার্জার লাইট। সেগুলির মধ্যে কোনটি সস্তা এবং ভালো হবে সেবিষয়ে অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কম দামের মধ্যে কোন চার্জার লাইট সবথেকে ভালো।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 21 May 2022, 12:07 pm
বিভিন্ন সময়ে বাড়িতে লোডশেডিংয়ের সমস্যায় পড়তে হয়। এদিকে সামনেই বর্ষাকাল শুরু হচ্ছে। ফলে বৃষ্টির কারণে বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এই সমস্যা সমাধানে অনেকে বাড়িতে ইনভার্টার কেনেন আবার অনেকের ফ্ল্যাটে সরাসরি জেনারেটরের ব্যবস্থা থাকে। কিন্তু সেক্ষেত্রে অনেক খরচ হয়।
EiSamay.Com LED


অনেকেই খরচের জন্য ইনভার্টার বা এই ধরনের কোনও সামগ্রী বাড়িতে কিনতে পারনে না। ফলে বিদ্যুৎ চলে গেলে বেশ সমস্যায় পড়তে হয় তাঁদের। এই সমস্যা সমাধানে রয়েছে চার্জার লাইট। বর্তমানে একাধিক সংস্থা বাজারে নিয়ে এসেছে বিভিন্ন চার্জার লাইট। সেগুলির মধ্যে কোনটি সস্তা এবং ভালো হবে সেবিষয়ে অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কম দামের মধ্যে কোন চার্জার লাইট সবথেকে ভালো।

Amazon-এ রয়েছে একাধিক ব্র্যান্ডের চার্জার লাইট তার মধ্যে কম দামের সবথেকে ভালো চার্জার লাইট কোনগুলি দেখে নিন-

Bonbury Automatic 30 LED Rechargeable Emergency Light-
এই চার্জার লাইটের দাম 599 টাকা। কিন্তু Amazon এর বিশেষ ছাড়ে এই লাইট কিনতে পারবেন মাত্র 221 টাকায়। অর্থাৎ ক্রেতারা 63 শতাংশ ছাড় পাবেন এই লাইটে।

এই লাইটের সঙ্গে দেওয়া হয়েছে একটি নাইট ল্যাম্প। প্ল্যাস্টিক বডির এই নাইট ল্যাম্পে রয়েছে 1600mAh ব্যাটারি। টানা 15 ঘণ্টা চার্জ দিলে এই লাইট একটানা 5ঘণ্টা ব্যাকআপ দেবে। লাইটে রয়েছে দুটি গিয়ার। প্রথম গিয়ারে একবার ফুল চার্জে চলবে 5 ঘণ্টা এবং দ্বিতীয় গিয়ারে চলবে 10 ঘণ্টা।
Department Of Telecom: Unknown নম্বরের ফোনেও ফুটে উঠবে নাম! বড়সড় আপডেট দিল TRAI
WOZIT-24Energy 36 SMD Solar Led Rechargeable লাইট-
এই লাইটটিও অত্যন্ত জনপ্রিয়। মোট দুটি মোড দেওয়া হয়েছে। সামনের দিকে রয়েছে 36 SMD LED লাইট। এবং এবং এর ঠিক পিছনে রয়েছে একটি সোলার প্যানেল। সোলার প্যানেলের মাধ্যমেই চার্জ সম্পন্ন হবে এবং তার মাধ্যমে দীর্ঘক্ষণ চলবে ওই লাইট। চার্জার লাইটের ভিতরে রয়েছে 1600mAh এর একটি রিচার্জেবল ব্যাটারি। ফুল চার্জ হতে সময় লাগবে 4 ঘণ্টা। ফুল চার্জ হলে একটানা 4ঘণ্টা চালানো সম্ভব। দাম 349 টাকা।
Online SBI Password Change: SBI গ্রাহকদের সুবর্ণ সুযোগ! অনলাইনে এক ক্লিকেই সুরক্ষিত রাখুন টাকা
Legend Plain LED Light
কম দামের মধ্যে এই চার্জার লাইটটি অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে দেওয়া হয়েছে একটি 1500 mAh ব্যাটারি। প্ল্য়াস্টিক বডিতে দেওয়া হয়েছে সেটি। একবার চার্জ দিলে একটানা 7 ঘণ্টা লাইট জ্বলবে। এরসঙ্গে 360 ডিগ্রি রোটেশনের সুবিধা থাকছে এই লাইটে।
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর