অ্যাপশহর

KBC-তে ₹25 লাখের লটারি জেতার Whatsapp পেয়েছেন? খুব সাবধান!

25 লাখ টাকা পাওয়ার মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। সেই ফাঁদের পা দিলেই বিপদ। এই ধরনের মেসেজ পেলে কী করণীয়? বিস্তারিত জানিয়েছে দিল্লি পুলিশের সাইবার সেল। জেনে নিন আপনি-

EiSamay.Com 15 Nov 2021, 7:08 pm
এবার কৌন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) নাম করে টাকা হাতানোর ফাঁদ পেতেছে প্রতারকরা। পুরো বিষয়টি Whatsapp এর মধ্যে সারছে তারা। এমনই একটি তথ্য সামনে এসেছে। অমিতাভ বচ্চন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, KBC-র মঞ্চে উপস্থিত হওয়ার জন্য কোনও টাকা নেওয়া হয় না।
EiSamay.Com whatsapp Fraud
সৌজন্য়- pixabay


কী ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয়েছে?
বিদেশের নম্বর থেকে বিভিন্ন নম্বরে Whatsapp করা হচ্ছে। তাতে জানানো হচ্ছে মেসেজ পাওয়া ব্যক্তি 25 লাখ টাকা পুরষ্কার পেয়েছেন। এবং সেই টাকা পাওয়ার জন্য অন্য একটি নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। মেসেজটি লেখা হিন্দি এবং ইংরেজিতে। এর সঙ্গে কৌন বনেগা ক্রোড়পতির নাম ব্যবহার করা হচ্ছে এবং একটি পোস্টার শেয়ার করা হচ্ছে। যেখানে অমিতাভ বচ্চন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অনিল আম্বানির ছবি রয়েছে।

পুরো বিষয়টি জানিয়ে একটি অডিয়ো ক্লিপও ঘুরছে Whatsapp এ। ওই অডিয়ো বার্তায় এক ব্যক্তি এবিষয়ে সতর্ক করছেন। তিনি বলছেন, এই ধরনের মেসেজ টাকা হাতানোর ফাঁদ। রাজ়া নামে এক মহিলা ইতিমধ্যে এই প্রতারণার ফাঁদে পড়েছিলেন। তিনি মুম্বইয়ের বাসিন্দা। তিনি জানিয়েছেন, তাঁর ফোনে 25 লাখ টাকার লটারি জেতার একটি মেসেজ তাঁর Whatsapp এ পাঠানো হয়। পুরো বিষয়টি তিনি বিশ্বাস করেন ও ফাঁদে পা দেন।
প্রথমে তাঁর কাছে প্রসেসিং ফি হিসেবে 25 হাজার টাকা দাবি করা হয়। রাজ়া সেই টাকা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপর ফের টাকা দাবি করা হয় তাঁর কাছে। জানানো হয়, ওই 25 হাজার টাকা ফেরৎ পাওয়ার জন্য 45 হাজার টাকা পাঠাতে হবে। তখন তিনি বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন।

Read more- নভেম্বরের কবে লঞ্চ Redmi Note 11T 5G? মিলল উত্তর
এবিষয়ে সতর্ক করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। এইধরনের কোনও মেসেজ পেলে তার উত্তর না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কী দেখে প্রতারকদের পাঠানো মেসেজ চিহ্নিত করবেন সেবিষয়ে সাইবার সেলের তরফে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলি হল-
Read more- 200 টাকার নীচে BSNL-এর 4টি দুর্দান্ত প্ল্যান, গুচ্ছের সুবিধা
  • লটারি সংক্রান্ত এই ধরনের কোনও মেসেজ পেলে তার রিপ্লাই না করা।
  • লটারি জেতার কোনও আসল মেসেজ এলে তার মধ্যে Tax -এর যাবতীয় হিসেব থাকে। অর্থাৎ লটারির মোট অর্থমূল্য থেকে Tax দেওয়ার পর কত টাকা বিজয়ী প্রার্থী পাবেন তার হিসেব করা থাকে। কিন্তু প্রতারকরা এই ধরনের কোনও হিসেব পাঠায় না।
  • কোনও সংস্থার আধিকারিকের কোনও সই ছাড়া পেপারস পাঠানো হলে বুঝতে হবে তার মধ্যে তার মধ্যে কোনও গন্ডগোল থাকতে পারে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল