অ্যাপশহর

5G price in India: ভারতে 5G-র দাম কত হবে? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

5G চালু করা হলেও তার জন্য কত টাকা খরচ হবে সেবিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক মোবাইল ব্যবহারকারী বলেছেন, 5G চালু করা হলেও সাধারণ মানুষের জন্য তা কতটা সাধ্যের মধ্যে থাকবে সেনিয়ে সন্দেহ থাকছে। যদিও এবিষয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 21 Jun 2022, 4:46 pm
দেশে 5G চালু করা নিয়ে দীর্ঘদিন ধরেই জলঘোলা চলছে। কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী মাসের 26 তারিখ 5G স্পেকট্রাম বণ্টন করা হবে। এবং চলতি বছরের শেষের দিকে বেশ কয়েকটি শহরে 5G পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে 5G নিলাম সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম শুরু হয়েছ (5G price in india)।
EiSamay.Com 5G price


5G চালু করা হলেও তার জন্য কত টাকা খরচ হবে সেবিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেক মোবাইল ব্যবহারকারী বলেছেন, 5G চালু করা হলেও সাধারণ মানুষের জন্য তা কতটা সাধ্যের মধ্যে থাকবে সেনিয়ে সন্দেহ থাকছে। যদিও এবিষয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব।

চলতি মাসের 18 তারিখ একটি মিডিয়া সামিটে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 5G চালু হলে ইন্টারনেটের দাম কত হবে? এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর স্পষ্ট জবাব, বিশ্ব বাজারের তুলনায় ভারতে 5G ইন্টারনেটের দাম হবে অনেকটাই কম।
Airtel-Jio ফেল! ₹100-র নীচে BSNL-এর জবরদস্ত 3 রিচার্জ প্ল্যান
সংবাদ সংস্থা PTI-কে মন্ত্রী বলেন, "বিশ্বে ইন্টারনেটের যা গড় দাম তার থেকে অনেক কম দাম হবে ভারতে।" এপ্রসঙ্গে PTI-এর ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অন্য দেশে ডেটার দাম গড়ে 25 ডলার। ভারতীয় অঙ্কে যা প্রায় 1900 টাকার সমান। কিন্তু সেজায়গায় ভারতে ইন্টারনেটের দাম মাত্র 2 ডলার। অর্থাৎ 155 টাকার আশপাশে। মন্ত্রী আরও জানিয়েছেন, 4G থেকে 5G ইন্টারনেটের দামের পার্থক্য খুব একটা বেশি হবে না। উভয় ক্ষেত্রেই ডেটার দাম প্রায় একই রাখা হচ্ছে।

এবিষয়ে আগেই জিজ্ঞাসা করা হয়েছিল Airtel এর CTO রণদীপ সেখোনের কাছে। তিনি বলেছিলেন, "নিলাম প্রক্রিয়ার পরেই আমরা দামের বিষয়ে নিশ্চিত হতে পারব। যদি অন্য অপারেটরদের সঙ্গে বিচার করা হয় তাহলে দেখা যাবে, আমরা 4G-র জন্য চার্জ করিনা।"

এর সঙ্গে বিশেষ কিছু তথ্য তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "ভারতে যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন তাঁরা গড়ে 18 GB করে ইন্টারনেট ব্যবহার করেন প্রতি মাসে। যা বিশ্বের যে গড় ডেটা ব্যবহার করা হয় তা থেকে অনেকটাই বেশি। কারণ বিশ্বে গড়ে 11GB করে প্রতি মাসে ডেটা ব্যবহার করা হয়। অন্যদিকে Ookla স্পিড টেস্ট মিটারে চলতি বছরের মে মাসে যে রিপোর্ট প্রকাশ হয়েছে তাতে দেখা গেছে অনেক দেশের পিছনে রয়েছে ভারতের স্থান। বর্তমানে Ookla ব়্যাঙ্কিংয়ে ভারতের স্থান 125।
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর