অ্যাপশহর

Virtual Rality: মেটাভার্সকে পাল্লা দিতে নয়া চমক Apple - এর, শিগগিরই বাজারে আসছে Mixed Reality Headset

Apple -এর আগামী বিশ্ব সম্মেলনের র মঞ্চেই থেকেই হতে পারে নতুন VR গ্যাজেটের ঘোষণা

Produced bySohini Das | EiSamay.Com 10 Jan 2023, 11:30 pm
চক্ষু-কর্ণের বিবাদ মিটিয়ে 2030 সালের মধ্যেই নেটিজেনদের জন্য মেটাভার্স নিয়ে আসতে চলেছে জাকারবার্গের সংস্থা Meta। ইতিমধ্যেই Meta-র নিয়ন্ত্রাণাধীন WhatsApp ও Facebook-এর ইউজাররা অল্পবিস্তর মেটাভার্সের আঁচ পেতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক সংস্থা ভার্চুয়াল রিয়েলিটির জিনিসপত্র তৈরিতে উল্লেখযোগ্য রকমের অগ্রগতি করেছে। আর সেই দৌড়ে পিছিয়ে থাকতে নারাজ মার্কিন সংস্থা Apple-ও। iPhone ও iPad তো বটেই, Apple-র তৈরি iPod এবং Apple watch ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এবার সেখান থেকে আরও একধাপ এগিয়ে ভার্চুয়াল রিয়েলিটির জগতে পা রাখতে চলেছে মার্কিন এই সংস্থা।
EiSamay.Com APPLE VR
এবার ভার্চুয়াল রিয়েলিটির জগতে পা রাখবে Apple

Mixed Reality-র গ্যাজেট তৈরির সিদ্ধান্ত Apple-এর


এবার অগমেন্টডেট রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে সম্পর্কিত গ্যাজেট বানাবে Apple। জানা গিয়েছে, সেই মিক্সড রিয়েলিটি হেডসেটের নাম হতে পারে Reality Pro। এ বছর Worldwide Developers Conference (WWDC)-য়েই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে Apple।
Apple Jobs in India : ভারতে 50 হাজার কর্মসংস্থান করেছে অ্যাপল, বলছে কেন্দ্র
প্রতি বছরই Apple-র তরফে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ বছর সেই বিশ্ব সম্মেলন হতে চলেছে আগামী জুন মাসে। আর তার পরেই ওই মিক্সড রিয়েলিটি হেডসেট গ্রাহকদের কাছে পৌঁছবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সূত্রের খবর, সম্প্রতি বেশ কয়েকটি হাই প্রোফাইল সফটওয়ার ডেভলপার সংস্থার কাছে Reality Pro হেটসেটটিকে পরীক্ষার জন্য পাঠিয়েছিল Apple। 2023 সালের বিশ্ব সম্মেলেনের মঞ্চ থেকে এ সংক্রান্ত ঘোষণা যদি করাও হয়, তাহলেও ওই হেডসেট টেস্টিং সম্পূর্ণ হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত লেগে যাবে বলেই জানিয়েছে ওয়াকিবহাল মহল।
iPhone Camera: অ্যান্ড্রয়েড সেন্সর ব্যবহার করেই বাজিমাত! আইফোন ক্যামেরার হাঁড়ির খবর ফাঁস করলেন অ্যাপল প্রধান
শুধুই কি মিক্সড রিয়েলিটির হেডসেট! নাকি নতুন কোনও হাইফাই গ্যাজেটের কথাও সামনে আনতে চলেছে Apple এ বছরের সম্মেলনে। তবে সেই প্রশ্নের মুখে তেমন আশার কথা শোনাতে পারেননি বিশ্লেষকেরা। এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে এ বছরে তেমন আকর্ষণীয় কোনও গ্যাজেট লঞ্চের পরিকল্পনা নেই মার্কিন এই সংস্থা। এমনিতেই এ বছর 15 জেনারেশনে পা দিতে চলেছে iPhone। বেশ বড় ধরনের বদল আসতে চলেছে iPhone-এর এই নয়া এডিশনে। MacBook-এর ক্ষেত্রেও বেশ কিছু ছোটবড় আপডেট আসতে চলেছে এ বছর। 15 ইঞ্চির MacBook Air, M2 Pro/M2 Max-powered MacBook Pros এবং Apple Watch-এর একটি নতুন মডেলও রয়েছে লাইনে। তবে এ ছাড়া নতুন কোনও বড় ধরনের গ্যাজেট আনার পরিকল্পনা নেই Apple-এর। অন্তত তেমনটাই জানাচ্ছে বিশ্লেষক মহল।
লেখকের সম্পর্কে জানুন
Sohini Das
Sohini Das is a Tech & Gadgets Digital Content Specialist for EiSamay.Com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর