অ্যাপশহর

এবার জলের বোতল বিক্রি করছে Apple! দাম শুনলে চমকে উঠবেন

Apple-এর তরফে জানানো হয়েছে এটি একটি স্মার্ট ওয়াটার বোতল। এর মাধ্যমে সারাদিন কত পরিমাণ জল পান করা হচ্ছে তার তথ্য বোঝা যাবে। এখন দুটো রঙে পাওয়া যাচ্ছে ওই বোতল। কালো এবং সবুজ রঙে বোতল দুটি রয়েছে।

Produced byAbhishek Biswas | EiSamay.Com 29 Apr 2022, 4:06 pm
ওয়াটার বোতল লঞ্চ করল Apple। ভারতে এই ওয়াটার বোতলের দাম 4, 600 টাকার আশপাশে। এছাড়াও আরও একটি পালিস কাপড় বের করা হয়েছে Apple এর তরফে। যার দাম রাখা হয়েছে 1900 টাকা। সংস্থার লঞ্চ করা ওই ওয়াটার বোতলের নাম দেওয়া হয়েছে HidrateSpark।
EiSamay.Com apple water bottle


ইতিমধ্যে Apple-এর ওয়েবসাইটে ওই ওয়াটার বোতল লিস্ট করা হয়েছে। অনলাইন এবং অফলাইন স্টোরে দাম রাখা হয়েছে 59.95 মার্কিন ডলার। ভারতে যা প্রায় 4,600 টাকার সমান। তবে বর্তমানে শুধুমাত্র US মার্কেটে ওই বোতল পাওয়া যাবে।

Apple-এর তরফে জানানো হয়েছে এটি একটি স্মার্ট ওয়াটার বোতল। এর মাধ্যমে সারাদিন কত পরিমাণ জল পান করা হচ্ছে তার তথ্য বোঝা যাবে। এখন দুটো রঙে পাওয়া যাচ্ছে ওই বোতল। কালো এবং সবুজ রঙে বোতল দুটি রয়েছে। এছাড়াও LED সেন্সর রয়েছে একটি। ওই বোতলের সঙ্গে ব্লুটুথের কানেকশন রয়েছে। যার মাধ্যমে পুরো বিষয়টি দেখা যাবে।

Apple এর প্রডাক্ট হাইলাইটে এই বোতল সম্পর্কে বেশ কিছু তথ্য জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, iPhone, iPad অথবা Apple Watch-এর সঙ্গে কানেক্ট করা যাবে। সঙ্গে Hydration App এর সঙ্গে কানেক্ট করা যাবে। এই বোতলের 592 মিলিলিটার জল ভরে রাখা সম্ভব।

Apple এর তরফে জানানো হয়েছে ফুড সেফটি রয়েছে ওই বোতলের। অর্থাৎ ওই বোতলের জল খেলে সে-অর্থে কোনও শারীরিক সমস্যা হওয়ার কথা নয়।

ওই প্যাকিংয়ের ভিতরে রয়েছে একটি স্মার্ট বোতল, তার জন্য প্রয়োজনীয় CR2477 ব্যাটারি, ফিঙ্গার লুপ এবং ইনস্ট্রাকশন ম্যানুয়াল। Apple Health App-এর সঙ্গে কানেক্ট করা সম্ভব। ব্লুটুথ 4.0 কানেক্টিভিটি রয়েছে ওই বোতলে। Apple এর তরফে জানানো হয়েছে ওই ব্যাটারির বৈধতা 6 মাস। তারপর ফের ফোনের ব্যাটারি পরিবর্তন করতে হবে।

Read More- চাকরি যাচ্ছে পরাগ আগরওয়ালের? যা জানালেন Twitter CEO
Read More- 75 টাকার কমে রয়েছে BSNL-এর এই প্ল্যান! গুচ্ছের ডেটা আর কলিংয়ের সুবিধা
লেখকের সম্পর্কে জানুন
Abhishek Biswas

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল