অ্যাপশহর

বিশ্বে প্রথম! মাত্র 89 টাকায় ভারতীয়দের Amazon Prime Video দেখাবে Airtel

ভারতীয়দের দুর্দান্ত এই মোবাইল প্ল্যান অফার করতে Airtel-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Amazon। মাত্র 89 টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ঠিক সেখানেই প্রতিযোগী Netflix-এর মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ 199 টাকা।

EiSamay.Com 13 Jan 2021, 4:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে শুধুই মোবাইল ইউজারদের জন্য Amazon Prime Video Mobile Edition সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করল Airtel। ভারতই দুনিয়ার প্রথম দেশ, যেখানে এত কম টাকায় গ্রাহকদের অ্যামাজন প্রাইম ভিডিয়ো অফার করা হচ্ছে। আর ভারতীয়দের দুর্দান্ত এই মোবাইল প্ল্যান অফার করতে Airtel-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Amazon। মাত্র 89 টাকা থেকে শুরু হচ্ছে এই প্ল্যান। ঠিক সেখানেই প্রতিযোগী Netflix-এর মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ 199 টাকা।
EiSamay.Com Airtel Amazon Prime Offer


89 টাকায় Airtel ইউজারেরা Amazon Prime Streaming সার্ভিসে স্ট্রিম হচ্ছে বা হয়েছে এমন সব সিনেমা বা ওয়েব সিরিজ চাক্ষুষ করতে পারবেন। অফারের এখানেই শেষ নয়। গ্রাহকদের 30 দিনের ফ্রি ট্রায়াল দেখানোরও বন্দোবস্ত করেছে Amazon। আর এই 30 দিনের ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পরই গ্রাহকদের কাছ থেকে টাকা চার্জ করা হবে।


89 টাকার প্রাইম ভিডিয়ো মোবাইল এডিশন প্রিপেইড প্ল্যানে ইউজারেরা 6GB হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 89 টাকায় 28 দিন Amazon Prime-এর সমস্ত ভিডিয়ো দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা।

এছাড়াও রয়েছে 299 টাকার আর একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান, যাতে গ্রাহকদের ভয়েস কলিং বেনিফিটস, প্রতিদিন 1.5GB করে হাই-স্পিড ডেটা এবং Amazon Prime Video-র ফ্রি অ্যাকসেস। এই প্ল্যানেরও ভ্যালিডিটি 28 দিন।

Airtel-এর চমৎকার অফার! খুব কম খরচে 500GB ডেটার সঙ্গে 200GB রোলওভার, আনলিমিটেড কলও...
তবে মনে রাখতে হবে, এই সব মোবাইল-অনলি প্ল্যানে অন্য কোনও Amazon Prime বেনিফিটস পাবেন না গ্রাহকেরা। কেবল মাত্রই সিনেমা, শো এবং অন্যান্য ভিডিয়ো ছাড়া আর কিছু দেখার সুযোগ পাবেন না ইউজারেরা। অ্যামাজনের প্রাইম বেনিফিটসের মধ্যে রয়েছে মাল্টি-ইউজার অ্যাকসেস, স্মার্টটিভি থেকে ল্যাপটপে স্ট্রিমিং, HD/UHD কন্টেন্ট, Prime Music-এ অ্যাড-ফ্রি মিউজিক, Amazon-এর ফ্রি ফাস্ট শিপিং - এসব থেকে বঞ্চিত হবে Airtel ইউজারেরা।

তবে যাঁরা এই Amazon Prime বেনিফিটস পেতে ইচ্ছুক, তাঁরা 131 টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করাতে পারেন। এছাড়াও 349 টাকার আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকদের Amazon Prime মেম্বারশিপ অফার করা হয় এবং তার সঙ্গেই সমস্ত Prime বেনিফিটস-সহ আনলিমিটেড কলিং, রোজ 2GB হাই-স্পিড ডেটাও অফার করা হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। আগ্রহী ইউজারেরা Airtel-এর এই সব প্ল্যান Airtel Thanks app বা অফলাইন Airtel স্টোর্স থেকে কিনতে পারেন।

সস্তায় দুরন্ত গতির ইন্টারনেট! 2020 সালে Airtel-এর সমস্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান একনজরে
ভারতে Amaon Prime Video-র জন্য আসলে কত খরচ করতে হয় গ্রাহকদের?

গ্রাহকদের মূলত মাসিক এবং বাৎসরিক প্ল্যান অফার করে থাকে Amazon। Prime Video মেম্বারশিপ শুরু হচ্ছে 129 টাকার মাসিক প্ল্যান দিয়ে। বাৎসরিক প্ল্যানের দিক থেকে দেখতে গেলে গ্রাহকদের 999 টাকার একটি চমৎকার প্ল্যান অফার করে Amazon। এই দুই প্ল্যানেই কোম্পানির সমস্ত বেনিফিটস উপলব্ধ।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল