অ্যাপশহর

3G মোবাইলেও ব্যবহার করুন Jio 4G সিম! কী ভাবে জেনে নিন

এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম।

EiSamay.Com 19 Feb 2017, 11:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও 4G পরিষেবা দিচ্ছে। তাতেও বিপাকে পড়েছেন অনেকে। ফ্রি পরিষেবা ব্যবহার করার লোভ থাকলেও, ফোনটি 3G হওয়া তা করতে পারছেন না। আর চিন্তা নেই। এ বার আপনার 3G ফোনেই ব্যবহার করতে পারবেন জিও-র 4G সিম। এর জন্য ফোন বদলাতে হবে না। জেনে নিন, কী ভাবে 3G ফোনে জিও 4G সিম ব্যবহার করা যাবে।
EiSamay.Com 3g jio 4g
3G মোবাইলেও ব্যবহার করুন Jio 4G সিম! কী ভাবে জেনে নিন


১. প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে Xorware 2G/3G/4G Interface অ্যাপটিকে ইনস্টল করুন।

২. এই অ্যাপটি একক ভাবে কাজ করবে না। এটিকে কার্যকর করার জন্য লাগবে Xorware 2G/3G/4G Switcher। এই অ্যাপটিও গুগল প্লে স্টোর থেকেই পাওয়া যাবে।

৩. ইন্টারফেস অ্যাপটি ওপেন করুন। 2G নেটওয়ার্ক মোড এবং 3G নেটওয়ার্ক মোড সেকশন দুটিতে ফোর 4G LTE অপশনটি সিলেক্ট করুন। অ্যাপ্লাই করুন।

৪. ফোন অফ করে দিন। এ বার 3G সিমটি বার করে নিয়ে প্রি অ্যাক্টিভেটেড জিও ফোর জি সিম ভরুন।

মনে রাখবেন, ডুয়াল সিম ফোন হলেও এই অবস্থায় ফোনে একটির বেশি সিম কার্ড ব্যবহার করা যাবে না।

৫. ফোন অন করে একটু অপেক্ষা করুন। নেটওয়ার্ক আসতে সামান্য সময় লাগতে পারে। প্রয়োজন হলে সিম কার্ডটি এক বার অফ করে অন করে নিতে পারেন। এ বার WiFi অফ করে সেলুলার ডেটা অন করুন।

৬. সেটিংস-এ যান। সেলুলার নেটওয়ার্ক খুলুন। APN(অ্যাকসেস পয়েন্ট নেমস) সিলেক্ট করুন। ডুয়াল সিম ফোন হলে দেখবেন, দুটি নেটওয়ার্কের জন্য দুটি আলাদা অপশন রয়েছে। যে কোনও একটি সিলেক্ট করুন। একেবারে উপর দিকেই থাকবে নেম এবং APN অপশন দুটি। APN সিলেক্ট করে নাম বসান jionet। এর পর নেম-এর জায়গাটি এডিট করে লিখুন jio। OK করে দিন। এ বার দেখবেন, আপনার 3G মোবাইলে 4G নেটওয়ার্ক এসে গিয়েছে।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল