অ্যাপশহর

হ্যাকারের কবলে Zomato, চুরি গেল ২ কোটি ইউজারের ডেটা

হ্যাক হয়ে গেল ভারতের বৃহত্তম রেস্তোরাঁ গাইড জোম্যাটো। জোম্যাটোর তরফে জানানো হয়েছে, তাদের সুরক্ষা ব্যবস্থায় বড়সড় হানাদারির ঘটনা ঘটেছে।

EiSamay.Com 18 May 2017, 12:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হ্যাক হয়ে গেল ভারতের বৃহত্তম রেস্তোরাঁ গাইড জোম্যাটো। চুরি গেল ১.৭ কোটি ইউজারের ব্যক্তিগত ডেটা। বৃহস্পতিবার জোম্যাটোর তরফে জানানো হয়েছে, তাদের সুরক্ষা ব্যবস্থায় বড়সড় হানাদারির ঘটনা ঘটেছে।
EiSamay.Com  zomato
হ্যাকারের কবলে Zomato, চুরি গেল ২ কোটি ইউজারের ডেটা


কোম্পানির তরফে জানানো হয়েছে, ইউজারনেম ও পাসওয়ার্ড চুরি করেছে হ্যাকাররা। এই পাসওয়ার্ড ব্যবহার করে তারা ইচ্ছেমতো ইউজারের অ্যাকাউন্ট থেকে লেনদেন চালাতে পারবে। সে জন্যই জোম্যাটোর প্রত্যেক ইউজারকে অবিলম্বে তাঁদের পাসওয়ার্ড বদলাতে অনুরোধ করা হয়েছে কোম্পানির তরফে। একই পাসওয়ার্ড অন্য কোনও ওয়েবসাইটের জন্য দেওয়া থাকলে, তাও বদলে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সিকিউরিটি ব্লগ HackRead-এ এই খবর জানায় জোম্যাটো। সেখানে বলা হয়েছে, এক ভেন্ডর জোম্যাটোর ডেটা হ্যাক করেছে বলে দাবি করেছ। সে কোম্পানির রেজিস্টার করা ১.৭ কোটি ইউজারের ডার্ক ওয়েব বাজারে বিক্রি করছে বলে জানিয়েছে। সমস্ত ডেটা ফিরিয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৬৫ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে ওই হ্যাকার। নিজের বক্তব্যের সত্যতা জানাতে একটি নমুনাও শেয়ার করেছে ওই ভেন্ডার।

HackRead-এর তরফে দাবি করা হয়েছে, নমুনা Zomato.com লগ ইন পেজে পরীক্ষা করে দেখেছে তারা। দেখা গিয়েছে, যে অ্যাকাউন্টগুলির কথা নমুনার তালিকায় দেওয়া হয়েছে, তার প্রত্যেকটিই জোম্যাটোর রেজিস্টার্ড ইউজার।

খবরটি ইংরাজিতে পড়তে Click করুন

#India's largest-restaurant guide Zomato appears to have suffered a major security breach.

#According to a report in security blog HackRead, "a vendor going by the online handle of 'nclay' is claiming to have hacked Zomato and selling the data of its 17 million registered users on a popular Dark Web marketplace."
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল