অ্যাপশহর

শুধু WhatsApp কেন? এবার দেদার ভয়েস ও ভিডিয়ো কল করুন ইনস্টাগ্রামেও!

প্রতিযোগিতায় টিকে থাকতে এ বার নয়া পদক্ষেপ ইনস্টাগ্রামের।

EiSamay.Com 5 Mar 2018, 12:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতায় টিকে থাকতে এ বার নয়া পদক্ষেপ ইনস্টাগ্রামের। পরিসর বড় করে খুব শিগগিরই ইনস্টাগ্রামে আনা হচ্ছে ভয়েস কল ও ভিডিয়ো কলের ব্যবস্থা।
EiSamay.Com  whatsapp
শুধু WhatsApp কেন? এবার দেদার ভয়েস ও ভিডিয়ো কল করুন ইনস্টাগ্রামেও!


অর্থাত্‍‌ শুধুমাত্র ফটো অ্যাপ নয়, এ বার পুরোদস্তুর চ্যাটিং অ্যাপ হিসেবে মাথা তুলে দাঁড়ানোর পথে ইনস্টাগ্রাম। খুব শিগগিরই ইনস্টাগ্রাম ডিরেক্ট সিস্টেমে অন্তর্ভুক্ত হতে চলেছে এই নয়া ফিচার। TechCrunch-এ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ইনস্টাগ্রাম ও ইনস্টাগ্রাম ডিরেক্টস অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজের ফাইলে দেখা গিয়েছে যে খুব শিগগিরই তারা 'কল' ও 'ভিডিয়ো কল'-এর ব্যবস্থা আনতে চলেছে।

তবে ইনস্টাগ্রামে ভিডিয়ো কলিং-কে অন্তর্ভুক্ত করার খবর এর আগেও একবার রটেছিল। জানুয়ারি মাসে WAbetainfo ব্লগে ইনস্টাগ্রামে ভিডিয়ো কল বাটনের একটি ছবিতে এই নিয়ে গুঞ্জন শুরু হয়। ফেসবুকের মালিকানাধীন কোম্পানি অভ্যন্তরীণ টেস্টিং চালাচ্ছে বলে খবর রটে। সেই সময় নয়া ফিচার সম্পর্কে মুখ খুলতে চায়নি কর্তৃপক্ষ। এ বারও তারা মুখে কুলুপ এঁটেছে। TechCrunch-এ জানানো হয়েছে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে কোম্পানির মুখপাত্র বলেছেন, 'আমার ভয় লাগছে। এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।'
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল