অ্যাপশহর

সাবধান! ভুলেও whatsapp-এ যে মেসেজটি ক্লিক করবেন না

তথ্য জানানোর অল্প সময়ের মধ্যেই হ্যাক

EiSamay.Com 17 Jan 2017, 8:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আশঙ্কা আগেই করা হয়েছিল। তা সত্যি করেই ২০১৭-র শুরু থেকেই হোয়াটসঅ্যাপে ভাইরাস হামলা শুরু করে দিল হ্যাকাররা। সম্প্রতি ভাইরাস অ্যাটাকের শিকার হয়ে দিল্লি পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি।
EiSamay.Com  whatsapp
সাবধান! ভুলেও whatsapp-এ যে মেসেজটি ক্লিক করবেন না


পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীর হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে ভিডিও কল সংক্রান্ত একটি লিঙ্ক আসে। সেই লিঙ্কে ক্লিক করলে, ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। সঙ্গে জানানো হয়, তথ্য জানালে ভিডিও কল সংক্রান্ত সুবিধা মিলবে ইউজারকে।

তথ্য জানানোর অল্প সময়ের মধ্যেই হ্যাক হয়ে যায় অভিযোগকারীর মোবাইলের সমস্ত ই-মেল ও অ্যাকাউন্ট।

সাইবার পুলিশ জানিয়েছে, মূলত ভিডিও কল চালু হওয়ার পর থেকেই এই ধরনের ভাইরাস হামলা বেশি করে চালু হয়েছে। এই ধরনের লিঙ্কে করলে ব্যাঙ্কিং তথ্য পর্যন্ত হ্যাক হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল