অ্যাপশহর

৫৭০০ সিনেমার পরও জায়গা বাঁচবে! Samsung আনল দুনিয়ার সবচেয়ে বড় হার্ড ড্রাইভ!!

৫৭০০টি HD সিনেমা রাখা যাবে।

EiSamay.Com 23 Feb 2018, 8:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুনিয়ার সবচেয়ে বড় স্টোরেজ হার্ড ডিস্ক আনল Samsung। 30TB-র এই হার্ড ডিস্কটি SSD টাইপের। এই SSD হার্ড ড্রাইভের নাম – PM1643।
EiSamay.Com  samsung
৫৭০০ সিনেমার পরও জায়গা বাঁচবে! Samsung আনল দুনিয়ার সবচেয়ে বড় হার্ড ড্রাইভ!!


1TB NAND ফ্ল্যাশ প্যাকেজের ৩২টি স্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই ড্রাইভ। প্রত্যেকটিতে রয়েছে ১৬ লেয়ারের 512GB V-NAND চিপ।



Samsung-এর তরফে জানানো হয়েছে, এই PM1643-তে ৫৭০০টি HD সিনেমা রাখা যাবে। ৫০০ দিনের একটানা ভিডিও ধরে রাখার ক্ষমতা রয়েছে।



যদিও PM1643-র লঞ্চ নিয়ে Samsung-র তরফে কিছু জানানো হয়নি।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল