অ্যাপশহর

যা বলেছিল তা নয়! Nokia 3310 বেশ দামি

মোবাইল ফোনের নস্টালজিয়াকে উস্কে দেওয়া নোকিয়া ৩৩১০ বাজারে আনার কথা ঘোষণা হতেই শোরগোল পড়ে যায়।

EiSamay.Com 22 Apr 2017, 10:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের যুগেও নোকিয়া ৩৩১০ নিয়ে বিশ্বের টেক-প্রেমীদের উচ্ছ্বাস যখন তুঙ্গে তখনই ফোনটির দাম নিয়ে তৈরি হল ব্যাপক বিতর্ক। দেখা যাচ্ছে, সংস্থা যে দাম ঘোষণা করেছিল, নোকিয়া ৩৩১০-র দাম তার চেয়ে অনেকটাই বেশি!
EiSamay.Com  nokia 3310
যা বলেছিল তা নয়! Nokia 3310 বেশ দামি


মোবাইল ফোনের নস্টালজিয়াকে উস্কে দেওয়া নোকিয়া ৩৩১০ বাজারে আনার কথা ঘোষণা হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই ঠিক করে ফেলেছেন, বাজারে এলেই কিন ফেলবেন। নোকিয়া ৩৩১০-এর বিক্রেতা সংস্থা HMD Global প্রথমে ঘোষণা করেছিল, ফোনটির দাম ৫২ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি।

আদতে দেখা যাচ্ছে, বিশ্বের কয়েকটি দেশে ফোনটি ভারতীয় মুদ্রায় কোথাও ৫০০, ৭০০ বা ১০০০ টাকা বেশি দামে। ফোনটি নিয়ে ভারতেও উচ্ছ্বাস কম নেই। তাই এ দেশে কত দামে ফোনটি বিক্রি হয়, সেটাই দেখার।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল