অ্যাপশহর

মোবাইলেই আধার কার্ড, সৌজন্যে ‘mAadhaar’ অ্যাপ!

জানুন, কী কী থাকছে mAadhaar অ্যাপে?

Ei Samay 19 Jul 2017, 3:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে এবার নয়া উদ্যোগ আধার কর্তৃপক্ষ বা UIDAI-এর। দেশবাসীর সুবিধার্থে এবার লঞ্চ করা হল এম আধার অ্যাপ (mAadhaar)। এর মাধ্যমে স্মার্টফোনেই আধার তথ্য রাখা যাবে।
EiSamay.Com  maadhaar
মোবাইলেই আধার কার্ড, সৌজন্যে ‘mAadhaar’ অ্যাপ!


নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে এই অ্যাপ লঞ্চের ঘোষণা করেছে UIDAI। আধার সংক্রান্ত তথ্য ও খবর জানতে এই অ্যাপ ব্যবহার করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

পড়ুন, ​ আধার ও PAN লিঙ্ক না করলেও চলবে! আপনি কি ছাড়ের তালিকায়?
পড়ুন, ​ ​আধার না দিলে ব্লক হবে মোবাইল নম্বর, যে ভাবে Vodafone-এ লিঙ্ক করবেন

আধারে নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করেই লগ ইন করতে পারবেন ইউজার’রা। লগ ইন-এর সময় এই নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক। অ্যাপটি বর্তমানে Beta ভার্সন-এ লঞ্চ করা হয়েছে। তবে এতে লগ ইন-এর জন্য কোনও পাসওয়ার্ড নয় OTP বাধ্যতামূলক করা হয়েছে।

পড়ুন, ​ আধার নম্বর চেয়ে ফোন বা WhatsApp মেসেজ এলে সাবধান!

কী কী থাকছে mAadhaar অ্যাপে?

১) এর মাধ্যমে স্মার্টফোনকেই আধার কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

২) UIDAI-এর দাবি, এই অ্যাপের মাধ্যমে নিরাপত্তা জনিত কারণে যে কোনও সময় যে কোনও স্থান থেকে বায়োমেট্রিক তথ্য ব্লক করতে পারবেন ইউজার।

৩) অ্যাপের QR কোডের মাধ্যমে আধার প্রোফাইল যখন ইচ্ছা শেয়ার করা সম্ভব হবে।

৪) অ্যাপ ব্যবহার করে যে কোনও জায়গা থেকে নিজের KYC তথ্য শেয়ার করতে পারবেন।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল