অ্যাপশহর

অনেক কমে LG নিয়ে এল দুরন্ত এই ফোন, বুক করুন এখনই

এবার দেখে নেওয়া যাক, এই ফোনটির বিশেষত্ব কী কী...

EiSamay.Com 22 Feb 2017, 6:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সস্তায় পুষ্টিকর বললে ভুল বলা হবে না। ভারতের বাজারে আসতে চলেছে এলজির দুর্দান্ত ও নতুন স্মার্টফোন। ২৩ ফেব্রুয়ারিতেই আসছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থার LG K10 ফোন। দাম মাত্র ১৩,৯৯০ টাকা। আগামীকাল থেকে, ভারতের যে কোনও রিটেল স্টোরে মিলবে এই অসাধারণ স্মার্টফোনটি। কালো, সোনালী ও টিটালিয়াম রঙের কভারের এই স্মার্টফোনটি অনলাইনে পাওয়া যাবে ২৬ ফেব্রুয়ারি থেকে।
EiSamay.Com  lg
অনেক কমে LG নিয়ে এল দুরন্ত এই ফোন, বুক করুন এখনই


এবার দেখে নেওয়া যাক, এই ফোনটির বিশেষত্ব কী কী...

-- ৫.৩ ইঞ্চি IPS HD ডিসপ্লে সহ ২.৫ডি কার্ভড আর্ক গ্লাস প্রোটেকশন। রয়েছে Android 7.0 Nougat অপারেটিং সিস্টেম।

-- রয়েছে ১.৫ GHz ওক্টা-কোর মেডিয়াটেক প্রসেসর-সহ ২ জিবি RAM। এছাড়া দুটি আলাদা স্টোরেজের বিকল্পও রয়েছে। যেখানে আপনি ১৬ জিবি ও ৩২ জিবি পর্যন্ত স্টোর করতে পারবেন। অন্যদিকে ২টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড আপনি এই ফোনে ব্যবহার করতে পারবেন।

-- ২,৮০০ mAh ব্যাটারি-র সুবিধা।
-- এবার আসা যাক ক্যামেরায়। ১৩MP ক্যামেরার সঙ্গে LED ফ্লাশ। অপরদিকে, ওয়াইড অ্যাঙ্গেলে ৫MP সেলফি ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে অটো সটের সুবিধা।

-- ভারতের বাজার ধরতে চমকের চমক রয়েছে এই স্মার্টফোনটিতে। হাঙ্গামার সঙ্গে হাত মিলিয়েছে এই সংস্থা। ফলে এই ফোন কিনলেই আপনি আনলিমিটেড সাবস্ক্রিপশনের অফার পাবেন। উল্লেখ্য, জানুয়ারিতেই আমেরিকা, লস ভেগাসে প্রকাশ্যে এসেছিল CES 2017। স্মার্টফোনে রয়েছে ১১২টি জাতীয় ইমার্জেন্সি নম্বর।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল