অ্যাপশহর

এবার বাজারে এল প্রথম LED ফোন

বাজারে এল প্রথম LED ফোন।

EiSamay.Com 27 Feb 2017, 5:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এখনও বিশ্বাস হচ্ছে না অনেকেরই। বার বার মনে হচ্ছে কী করে LED ফিচার্স সমেত একটা স্মার্ট ফোন পাওয়া সম্ভব। প্রসঙ্গত একটি রিপোর্টে জানা গিয়েছে, যে, চাইনিজ ইলেকট্রিশিয়ান তৈরি করেছেন অ্যালকাটেল A5 LED। যার ব্যাক প্যানেলে রয়েছে ৩৫ টা বড় মাপের LED এবং ১০০ টারও বেশি রয়েছে ছোট মাপের LED।
EiSamay.Com  led
এবার বাজারে এল প্রথম LED ফোন


এই ফোনটিতে নটিফিকেশনস্ বা ইনকামিং কল এলে ব্যবহারকারীরা ব্যাক প্যানেলে দেখতে পাবেন বিভিন্ন রকমের আলোর খেলা। A5 LED নিয়ে মাতামাতি এখন তুঙ্গে। যেদিন থেকে জানা গিয়েছে এই রকমের স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে, সেদিন থেকে শুধু হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।



Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল