অ্যাপশহর

টেলিকমে কাঁপিয়ে সেপ্টেম্বরেই Jio বিপ্লব DTH-ব্রডব্যান্ডে!

প্রথম তিন মাস বিনামূল্যে মিলতে পারে Jio ব্রডব্যান্ড ও DTH।

EiSamay.Com 23 Aug 2017, 4:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টেলিকম দুনিয়ায় হইচইয়ের পর এবার নতুন উদ্যোগ রিলায়েন্স Jio-র। খুব শীঘ্রই আসতে চলেছে Jio DTH। এরজন্য প্রয়োজনীয় সেট টপ বক্সও তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই Jio ব্রডব্যান্ড ও Jio DTH পরিষেবা একইসঙ্গে লঞ্চ করা হবে।
EiSamay.Com  jio dth
টেলিকমে কাঁপিয়ে সেপ্টেম্বরেই Jio বিপ্লব DTH-ব্রডব্যান্ডে!


Jio গিগাফাইবার-এর মাধ্যমে ব্রডব্যান্ডের দুনিয়ায় প্রবেশ করবে Jio। অপটিক্যল ফাইবারের মাধ্যমে 1Gbps স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে এর মাধ্যমে। একইভাবে এবার DTH ব্যবসাতেও নামতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা।


ছবি সৌজন্য: Jio-কেয়ার

জানা গেছে, অন্য DTH পরিষেবার মতো হবে না Jio পরিষেবা। সংস্থার তরফে একটি স্মার্ট সেট টপ বক্স দেওয়া হবে। সেই বক্সেই ইন্টারনেট ও অনলাইন DTH পরিষেবা মিলবে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরেই লঞ্চ করা হবে Jio ব্রডব্যান্ড ও DTH।

অন্য প্রোভাইডার থেকে ১০০ টাকা কমে ৩০০টি চ্যানেলের সুবিধা দেবে Jio DTH। শুধু তাই নয়, Jio ইতিহাস অনুযায়ী সমস্ত পরিষেবার প্রথম ৯০ দিন বিনামূল্যে পরিষেবা মেলে। এক্ষেত্রেও তাই হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, প্রথম তিন মাস বিনামূল্যে মিলতে পারে Jio ব্রডব্যান্ড ও DTH।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল