অ্যাপশহর

মুকেশের খাঁড়া! আর ফ্রি নয়,১ এপ্রিল থেকেই টাকা চাইবে Jio!!

বছরে ₹৯৯-এর বিনিময়ে Jio সার্ভিস ব্যবহারের জন্য সদস্যপদ গ্রহণ করতে হবে

EiSamay.Com 21 Feb 2017, 5:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১ এপ্রিল যদি আপনার Jio নম্বরটি বন্ধ হয়ে যায়। তাহলে ‘এপ্রিল ফুল’ ভাববেন না। কারণ, Jio –র বিনামূল্যের দিন শেষ। শেষ হতে চলেছে Jio-র ফ্রি ডেটা সার্ভিস। খুব শীঘ্রই Jio-র 4G ডেটা সার্ভিস ব্যবহারের জন্য মাসিক ₹৩০০ খরচ করতে হবে গ্রাহকদের। মঙ্গলবার এই ঘোষণা করলেন রিল্যায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি।
EiSamay.Com  jio
মুকেশের খাঁড়া! আর ফ্রি নয়,১ এপ্রিল থেকেই টাকা চাইবে Jio!!


পড়ুন, ​ 3G মোবাইলেও ব্যবহার করুন Jio 4G সিম! কী ভাবে জেনে নিন

তিনি জানিয়েছেন, বছরে ₹৯৯-এর বিনিময়ে Jio সার্ভিস ব্যবহারের জন্য সদস্যপদ গ্রহণ করতে হবে। এই প্ল্যানের নাম Jio প্রাইম। এই প্ল্যানে অন্তর্ভুক্তির পর গ্রাহক মাসে ₹৩০৩-এর বিনিময়ে Jio-র ‘হ্যাপি নিউ ইয়ার’ সহ সমস্ত সার্ভিসই ফ্রি-তে ব্যবহার করতে পারবেন। যার মধ্যে রয়েছে, ফ্রি ডেটা সার্ভিস, Jio টিভি, Jio মিউজিক, Jio ম্যাগস, Jio সিনেমা এবং Jio এক্সপ্রেস নিউজ। এই সুবিধা মিলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। এরপর Jio ব্যবহারে ফের ₹৯৯-এর বিনিময়ে সদস্যপদ পুনর্নবীকরণ করাতে হবে এবং মাসিক ₹৩০৩-এর বিনিময়ে পরিষেবা ব্যবহার করা যাবে।

পড়ুন, ​ ‘Jio’ কাকা! শত্রুদের খুল্লমখুল্লা প্রেম নিবেদন করে হিট জিও!!

আম্বানি জানান, অন্যান্য নেটওয়ার্কের তুলনায় ২০ শতাংশ অতিরিক্ত ডেটা ব্যবহারের সুযোগ দেবে Jio। পাশাপাশি চলবে ন্যাশনাল রোমিং ফ্রি পরিষেবা।

পড়ুন, ​ Jio মেরে লাল! বয়স ১৭০ দিন, গ্রাহক ১০ কোটি

আজ সাংবাদিক বৈঠক করে মুকেশ আম্বানি জানান, কম সময়েই ১০ কোটি গ্রাহককে ছুঁয়ে ফেলেছে Jio। প্রতি সেকেন্ডে ৭ জন করে গ্রাহক Jio ব্যবহার করছেন বলে জানিয়েছেন আম্বানি। এরজন্য গ্রাহকদের ধন্যবাদ জানান তিনি। সঙ্গে আশাপ্রকাশ করেন, ফ্রি সার্ভিস বন্ধ হওয়ার পরও Jio-র জনপ্রিয়তা একই থাকবে।



তথ্য সৌজন্য, গ্যাজেটস নাও
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল