অ্যাপশহর

মাত্র ₹১৫০০০! লাফিয়ে নামছে iPhone-এর দাম, কিনবেন?

অ্যাপেল কর্তৃপক্ষের মতে, দাম কমানো গেলে স্যামসাং, শিয়াওমি, লেনোভো, মোটোরোলা, Oppo-র অনলাইন এক্সক্লুসিভ মডেলগুলির সঙ্গে পাল্লা দিতে পারবে iPhone।

EiSamay.Com 9 May 2017, 6:29 pm
ঋতঙ্কর মুখার্জি, ET Bureau
EiSamay.Com  iphone
মাত্র ₹১৫০০০! লাফিয়ে নামছে iPhone-এর দাম, কিনবেন?


ভারতে স্মার্টফোনের বিশাল বাজার ধরতে তত্পর অ্যাপেল। যার নির্যাস, ভারতে ব্যাপক হারে দাম কমতে চলেছে iPhone-এর। দাম কমাতে ইতোমধ্যেই নিজেদের অনলাইন স্টোরে iPhone বিক্রি করা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। এবার খুব শীঘ্রই iPhone 5s মিলবে ১৫ হাজার টাকায়। অ্যাপেল-এর লক্ষ্য, নিজেদের আপাত পুরনো মডেলের iPhone কম দামে বিক্রি করে ভারতের মাঝারি দামের স্মার্টফোনের বাজার ধরা।

বর্তমানে এ দেশের মাঝারি দামের স্মার্টফোনের বাজারে আধিপত্য চালাচ্ছে স্যামসাং ও কিছু চিনা সংস্থার স্মার্টফোন। সেই বাজারে থাবা বসাতে অনলাইনে iPhone 5s ও iPhone SE ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে বিক্রি করবে অ্যাপেল। সংস্থার কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, iPhone ডিস্ট্রিবিউটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে iPhone 5s-এর সাপ্লাই কমিয়ে দেওয়া হচ্ছে। শুধু মাত্রা অনলাইনে বিক্রি করা হবে। ভারতের অফলাইন রিটেল মার্কেটে এন্ট্রি লেভেল iPhone হিসেবে থাকবে শুধু iPhone SE, যার দাম রাখা হবে ২০ হাজার টাকার কাছাকাছি। বর্তমানে iPhone 5s বিক্রি হচ্ছে ১৮ হাজার টাকায়।

অ্যাপেল কর্তৃপক্ষের মতে, দাম কমানো গেলে স্যামসাং, শিয়াওমি, লেনোভো, মোটোরোলা, Oppo-র অনলাইন এক্সক্লুসিভ মডেলগুলির সঙ্গে পাল্লা দিতে পারবে iPhone।

স্টোরিটি ইংরেজিতে পড়তে Click করুন
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল