অ্যাপশহর

হোয়াটসঅ্যাপের সিইও-র পদে বসতে পারেন IIT-র এই মেধাবী ছাত্র

বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপের একনিষ্ঠ কর্মী ছিলেন। বর্তমানে বিজনেস অফিসার হিসেবে তিনি যুক্ত রয়েছেন।

EiSamay.Com 4 May 2018, 3:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপের মাথায় কে বসবেন, তা এখনও স্থির না হলেও, এই সংস্থার সিইও-র পদে বসতে পারেন দিল্লির আইআইটির ছাত্র নীরজ আরোরা। সূত্র বলছে, বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপের একনিষ্ঠ কর্মী ছিলেন। বর্তমানে বিজনেস অফিসার হিসেবে তিনি যুক্ত রয়েছেন। এবার সংস্থার সিইও-র লড়াইয়ে তাঁর নামটাই আসতে চলেছে এবার।
EiSamay.Com neeraj


হোয়াটসঅ্যাপের গগনচুম্বি সাফল্যের পিছনে হাত রয়েছে দিল্লির আইআইটি থেকে পাশ করা ৩৯ বছরের নীরজের। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ থেকে আলাদা হয়ে যাচ্ছেন বলে একটি ফেসবুক পোস্ট করেছিলেন জানিয়েছিলেন কো-ফাউন্ডার ও সিইও জান কৌম। তবে তাঁর এই সিদ্ধান্তের পিছনে কী কারণ রয়েছে, তা পরিষ্কার করেননি তিনি। ফেসবুকে ব্যক্তিগত তথ্য লিক হওয়ার ঘটনার পরই তাঁর সিদ্ধান্ত সংস্থার উপর অনেকটাই প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সমালোচকরা। শেষ বছরের নভেম্বর মাসেই, কৌম ও ব্রিয়ান অ্যাকটন, দুজনে সংস্থা ছেড়ে বেরিয়ে যান। তাঁদের পরিবর্তে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গই সব সামলাচ্ছিলেন। তবে এবার সেই পদে দরকার পড়েছে একজন নিষ্ঠাবান ও দক্ষ পরিচালকের।

কেন সিইও হতে পারেন নীরজ আরোরা?

এই প্রশ্ন এখন সকলের মুখে। তবে এর উত্তরও রয়েছে। হোয়াটসঅ্যাপের সঙ্গে সাত বছর ধকে তিনি যুক্ত রয়েছেন।বলতে গেলে এই চ্যাট অ্যাপের জন্মকাল থেকেই তিনি রয়েছেন। এছাড়া শীর্ষ টেক-কোম্নানিরগুলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। হোয়াটসঅ্যাপের শীর্ষ ইঞ্জিনিয়ারদের মধ্যেও তাঁর নাম রয়েছে। ফেসবুকেও বেশকিছুদিন কাজ করলেও ফের ফিরে আসেন চ্যাট অ্যাপে। বর্তমানে সংস্থার বিজনেস অপিসার হিসেবে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০০০ সালে, দিল্লি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাডুয়েশন করেন নীরজ। ২০০৬ সালে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে এমবিএ সম্পূর্ণ করেন। এরপর বেসরকারি সংস্থায় প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরিতে যোগ দেন।

উল্লেখ্য, গুগলের সিইও সুন্দর পিচাই ও মাইক্রোসফটের সত্য নাদেল্লার পর এবার কী নীরজ আরোরা? যদি হয়ে থাকেন, তাহলে তিনটি বিশ্ব কাঁপানো সংস্থার শীর্ষ পদে বসবেন তিনি ভারতীয়, যাঁরা সংস্থাটি পরিচালনার দায়িত্বে থাকবেন।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল