অ্যাপশহর

ব্যবসা বাড়াতে এবার HTC কিনতে চায় Google!

তাইওয়ান স্মার্টফোন সংস্থার গোটা ইউনিট কিনে নিতে আগ্রহী Google।

EiSamay.Com 9 Sep 2017, 5:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন বাজারে Google-এর পাইলট প্রজেক্ট Pixel 2 তৈরির দায়িত্ব ছিল HTC-র উপর। কিন্তু, এবার পাকাপাকিভাবে HTC কিনে নিতে চাইছে Google। সম্প্রতি কমার্শিয়াল টাইমস-এর এক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
EiSamay.Com  htc google
ব্যবসা বাড়াতে এবার HTC কিনতে চায় Google!


তাইওয়ান স্মার্টফোন সংস্থার গোটা ইউনিট কিনে নিতে আগ্রহী Google। যদি সেই সংক্রান্ত চুক্তিতে সমস্যা হয়, তবেও HTC-র সঙ্গে অংশীদারী চুক্তি করতে বদ্ধপরিকর এই মার্কিন টেক-জায়ান্ট। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই ১০ বছরের সবচেয়ে কম লাভ করেছে HTC।

পড়ুন: RAM রয়েছে 6GB, জেনে নিন স্মার্টফোনের এমনই ছ’মডেল

একসময়ে স্মার্টফোনের দুনিয়ায় কার্যত জায়গা করে নেওয়া HTC বর্তমানে আর্থিকভাবে জর্জরিত। তবে Google-এর Google Pixel এবং Pixel XL ফোন ২টিই প্রস্তুত করেছে তাওয়ান এই সংস্থা। গত জুলাইতেই ভারতে লঞ্চ করেছে HTC U11। ₹৫১ হাজারে বাজারে আসা এই স্মার্টফোনটি ক্যামেরা কোয়ালিটি ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছে।

পড়ুন: এটাই বিশ্বের প্রথম মোবাইল যাতে 24MP সেলফি ক্যামেরা রয়েছে!

Google যদি কোনওভাবে HTC কিনতে পারে, তাহলে ২০১২ সালে Motorola-র পর এটি সবচেয়ে বড় চুক্তি হবে সংস্থার জন্য। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চায়নি Google ও HTC।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল