অ্যাপশহর

আলবিদা! বন্ধ হয়ে যাচ্ছে Gchat, এবার কী হবে?

সেই Gchat-কে বিদায় করার পালা। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন মেসেজিংয়ের এক সময়ের জনপ্রিয় Google Talk।

EiSamay.Com 27 Mar 2017, 9:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কত স্মৃতি জড়িয়ে! প্রেম, রাগ, ঝগড়া, দেদার আড্ডা-- গত ১২ বছর ধরে। ২০০৫ সালে এই অনলাইন মেসেজিং সার্ভিস চালু হতেই তামাম দুনিয়ার প্রিয় হয়ে ওঠে। কথা হচ্ছে Gchat বা Google Talk-এর। তারপর দীর্ঘ ১২ বছরের সাফল্যের সফর। সেই Gchat-কে বিদায় করার পালা। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন মেসেজিংয়ের এক সময়ের জনপ্রিয় Google Talk।
EiSamay.Com  gchat
আলবিদা! বন্ধ হয়ে যাচ্ছে Gchat, এবার কী হবে?


তবে চিন্তার কিছু নেই। Google Talk ব্যবহারকারীদের নিয়ে চলে যাওয়া হচ্ছে হ্যাংআউটস-এ। অর্থাত্‍‌, Google Talk-এর বদলে থাকছে শুধুই হ্যাংআউটস। Google-এর তরফে জানানো হয়েছে, জুন মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে Gchat, থাকবে শুধু হ্যাংআউটস।

২০০৫ সালে Google Talk চালু করে গুগল। ৮ বছর পর ২০১৩ সালে তারা চালু করে হ্যাংআউটস। এতদিন দুটি চ্যাট অ্যাপ-ই পাশাপাশি চলছিল। Google-এর বক্তব্য, হ্যাংআউটস-এ গ্রুপ ভিডিয়ো চ্যাটের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাই সংস্থা ঠিক করেছে আলাদা করে Gchat-এর আর প্রয়োজন নেই। ২৬ জুন থেকে Gchat ব্যবহারকারীদের নিয়ে চলে যাওয়া হবে হ্যাংআউটস-এ। তাি ডেটা হারানোর কোনও ভয় নেই।

# Gchat, officially known as Google Talk, first launched in 2005
#The instant messaging service was used by an estimated 7.5 million users
#On June 26 it will close down the app, rolling users over to Google Hangouts
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল