অ্যাপশহর

গরম বড় বলাই, লু ঠেকাতে এবার রাস্তার রং সাদা

গরমে পিচ-গলা রাস্তায় পা ডেবে যাওয়ার দিন সত্যিই এবার অতীত। কালো অ্যাসফল্টের সেই চেনা রাস্তা বদলে যাবে 'কুল পেভমেন্ট'-এ, যার রং সাদা।

EiSamay.Com 14 Jul 2017, 8:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবাক হবেন না, যদি দেখেন শহরের রাস্তার রং বদলে যায় সাদায়! গরমে পিচ-গলা রাস্তায় পা ডেবে যাওয়ার দিন সত্যিই এবার অতীত। কালো অ্যাসফল্টের সেই চেনা রাস্তা বদলে যাবে 'কুল পেভমেন্ট'-এ, যার রং সাদা।
EiSamay.Com
গরম বড় বলাই, লু ঠেকাতে এবার রাস্তার রং সাদা


বিশেষজ্ঞরা বলছেন, কালো অ্যাসফল্টের রাস্তায় তাপমাত্রা বাড়ছে। তার কারণ, সূর্যালোককে শোষণ করে বেশি। সেখানে রাস্তা সাদা হলে, শহরের তাপমাত্রা অনেকখানিই কমে যাবে। তাপমাত্রার কতটা হেরফের হয়, তা-ও দেখানো হয়েছে। ব্যবহৃত অ্যাসফল্টের তাপমাত্রা যেখানে ১১৬ ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে 'কুল পেভমেন্ট'-এর তাপমাত্রা ৯৮ ডিগ্রি সেন্টিগ্রেড।

উষ্ণায়ন এখন যে কোনও দেশেরই মাথাব্যথার কারণ। তাই ভবিষ্যতের কথা ভাবলে, অ্যাসফল্টের বিকল্প এটাই।

দেখুন ভিডিয়ো...

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল