অ্যাপশহর

আবার র‌্যানসমওয়্যার! আতঙ্কে কাঁপছে ইউরোপ, হিটলিস্টে ভারতও

২০১৬ সালে এই ভাইরাস অ্যাটাক করেছিল।

EiSamay.Com 27 Jun 2017, 10:41 pm
EiSamay.Com
আবার র‌্যানসমওয়্যার! আতঙ্কে কাঁপছে ইউরোপ, হিটলিস্টে ভারতও
এই সময় ডিজিটাল ডেস্ক: আবার র‌্যামসমওয়্যারের আতঙ্ক! এবার তার নাম Petya। ইউরোপ জুড়ে হামলা চালাতে পারে এই র‌্যানসমওয়্যার। তালিকায় রয়েছে ভারতের নামও। মঙ্গলবার সতর্ক করল সুইস সরকারের তথ্যপ্রযুক্তি এজেন্সি।

জানা গিয়েছে, ইউক্রেন, রাশিয়া, ইংল্যান্ড ও ভারত রয়েছে হিটলিস্টে। সুইস তথ্যপ্রযুক্তি এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, 'র‍্যানসমওয়্যার Petya আবার ছড়াতে শুরু করে দিয়েছে। সার্ভার মেসেজ ব্লক বা SMB-কে তছনছ করছে।' তবে Petya-র প্রভাবে সুইস তথ্যপ্রযুক্তি কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে কিনা, তা জানা যায়নি। কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখছে সুইস সরকার। ২০১৬ সালে এই ভাইরাস অ্যাটাক করেছিল।

রাশিয়ার শীর্ষস্থানীয় তেল উত্‍‌পাদক সংস্থা রসনেফ্ট জানিয়েছে, মঙ্গলবার তাদের সিস্টেমে বড় ধরনের সাইবার অ্যাটাক হয়েছে। প্রতিবেশী দেশ ইউক্রেনেও বেশ কিছু সিস্টেম ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্টোরিটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল