অ্যাপশহর

এবার ফোনেরও বিমা! দুর্ঘটনা বা চুরি’তে ₹৫০ হাজার পর্যন্ত দেবে ভোডাফোন!!

বিমার অর্থও গ্রাহকের আয়ত্তের মধ্যে রাখা হয়েছে।

EiSamay.Com 29 May 2017, 7:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আজকের দিনে স্মার্টফোনের বিকল্প খোঁজা মুশকিল। যোগাযোগের মাধ্যম থেকে মোবাইল ব্যাঙ্কিং, তথ্য সংরক্ষণের মাধ্যমে পরিণত হয়েছে মোবাইল। অথচ প্রতিদিন ভারতে কমপক্ষে ১২০টি মোবাইল ফোন চুরি হয়। স্মার্টফোনের চুরি সংক্রান্ত এক রিপোর্টে এই তথ্য জানা গেছে।
EiSamay.Com
এবার ফোনেরও বিমা! দুর্ঘটনা বা চুরি’তে ₹৫০ হাজার পর্যন্ত দেবে ভোডাফোন!!


এমন সময়ে বাড়ি-গাড়ি থেকে স্বাস্থ্যের মতো এবার সময় এসেছে স্মার্টফোনের বিমার। আর তা দিচ্ছে ভোডাফোন। এ দেশে ভোডাফোনই প্রথম টেলি অপারেটর, যারা এই সুযোগ দিচ্ছেন গ্রাহকদের। পুরোনো ও নতুন স্মার্টফোনের উপর ৫০ হাজার টাকা পর্যন্ত বিমার সুবিধা দেবে এই সংস্থা। এক বিবৃতিতে এইকথা জানিয়েছে ভোডাফোন ইন্ডিয়া।

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কম্পানি লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে ১ বছরের জন্য এই বিমার সুযোগ দিচ্ছে ভোডাফোন। তবে গ্রাহকরা প্রয়োজনে বছরে দু’বারও এই বিমার সুবিধা নিতে পারবেন। বিমার অর্থও গ্রাহকের আয়ত্তের মধ্যে রাখা হয়েছে।

ভোডাফোন রেড-এর পোস্টপেইড গ্রাহকদের জন্য এই সুবিধা এনেছে কম্পানি। এক্ষেত্রে নতুন ও ৬ মাসের পুরোনো হ্যান্ডসেটের ড্যামেজ ও চুরির ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত বিমার সুবিধা মিলবে। এর জন্য এক বছরে ৭২০ টাকা গ্রাহকের বিল থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ, ৬০ টাকা করে প্রতিমাসে কেটে নেওয়া হবে। যদিও মূল বিমার অর্থ সংস্থাই জোগান দেবে। এরজন্য ভোডাফোন রেড শিল্ড অ্যাপটি গুগল প্লে স্টোর বা iOS থেকে ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। এরমাধ্যমে বিমা সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি ম্যালওয়ার প্রোটেকশন ও অন্য সিকিউরিটি সুবিধা পাবেন গ্রাহকেরা। ভ্যালিডিটি ১ বছর।

এই প্রোজেক্টের লঞ্চের দিন কলকাতা ও বাংলায় ভোডাফোনের বিজনেস হেড অরবিন্দর সিং জানান, ‘এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাহকদের স্বার্থে ভোডাফোন রেড শিল্ডকে ন্যূনতম দামে ছাড়া হচ্ছে। এরমাধ্যমে গ্রাহক স্বার্থ সুরক্ষিত করাই আমাদের লক্ষ্য।’
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল