অ্যাপশহর

এ মুহূর্তে এই ৫ মোবাইল বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে

সারা বিশ্বের চিত্রটা ধরলে এই ৫টি মোবাইলের চাহিদা এ মুহূর্তে সবচেয়ে বেশি। দেখে নিন কারা কারা রয়েছে তালিকায়।

EiSamay.Com 22 May 2017, 3:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যামেরা, ব্যাটারি না ব্র্যান্ড। মোবাইল ফোন কেনার সময় ক্রেতাদের মনে ‘শ্যাম’ এবং ‘কুলের’ গণ্ডি ছাড়িয়ে এখন অনেক কিছু ঢুকে পড়েছে। অনেকে সব কিছুর তুলনায় ব্র্যান্ডকেই বেশি প্রাধান্য দেন। অনেকে ফিচার দেখে কেনেন। অনেকে আবার পকেটের কথা মাথায় রেখে কেনেন। সারা বিশ্বের চিত্রটা ধরলে এই ৫টি মোবাইলের চাহিদা এ মুহূর্তে সবচেয়ে বেশি। দেখে নিন কারা কারা রয়েছে তালিকায়।
EiSamay.Com
এ মুহূর্তে এই ৫ মোবাইল বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে


১) অ্যাপল iPhone 7
সারা বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মোবাইলের তালিকায় এক নম্বরে রয়েছে অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেল iPhone 7। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্ব জুড়ে প্রায় ২ কোটি ১৫ লক্ষ মোবাইল পাঠানো রপ্তানি করেছে সংস্থাটি। সংখ্যার হিসাবে তা বিশ্বের মধ্যে সমস্ত মোবাইলের ৬ শতাংশ।

২) অ্যাপল iPhone 7 Plus
দুই নম্বরে রয়েছে iPhone 7-এর বড় সংস্করণ। বড় স্ক্রিনের এই ফোনটিও ক্রেতাদের যথেষ্ট পছন্দের। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ১ কোটি ৭৪ লক্ষ মোবাইল রপ্তানি করা হয়েছে। বিশ্বের সমস্ত মোবাইলের মধ্যে তা ৫ শতাংশ।

৩) OPPO R9s
ভারতের বাজারে এখনও এই মডেলটি লঞ্চ করেনি। গত বছর অক্টোবর মাসে চিনে প্রথম লঞ্চ করে মডেলটি। তার পর থেকে ক্রমাগত জনপ্রিতা বেড়েছে এর। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে প্রায় ৮৯ লক্ষ মোবাইল বিশ্বজুড়ে রপ্তানি করেছে সংস্থাটি। বিশ্বজুড়ে এর মার্কেটশেয়ার ২.৫%।

৪) স্যামসাঙ গ্যালাক্সি J3 (2016)
তালিকায় ৪ নম্বরে রয়েছে স্যামসাঙের অন্যতম জনপ্রিয় বাজেট স্মার্টফোন J3। গত বছর মে মাসে ভারতে ফোনটি লঞ্চ করে সংস্থা। প্রায় এক বছর হলেও এখনও স্মার্টফোনের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৬১ লক্ষ মডেল রপ্তানি করেছে সংস্থাটি। মার্কেটশেয়ার প্রায় ১.৭%।

৫) স্যামসাঙ J5 (2016)
তালিকায় ৫ নম্বরেও স্যামসাঙ। গত বছর লঞ্চ হওয়া J5 মডেলটি আলাদা কিছু ফিচারের জন্য নজর কাড়ে। বাজেট স্মার্টফোন সেগমেন্টে ফোনটি রয়েছে। লঞ্চ হওয়ার সময় দাম ছিল ১৪ হাজার টাকার কাছাকাছি। প্রথম ত্রৈমাসিকে বিশ্বজুড়ে প্রায় ৫০ লক্ষ মোবাইল রপ্তানি করেছে সংস্থাটি। মার্কেটশেয়ার প্রায় ১.৪%।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল