অ্যাপশহর

৮.৭ লাখ মোবাইল নম্বর বাতিল হয়ে যাচ্ছে, আপনারটা নেই তো?

জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা।

EiSamay.Com 29 Mar 2017, 8:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১.৭ কোটি গ্রাহক ফর্মের মধ্যে ৮.৭ লাখ ফর্মের ক্ষেত্রে সঠিক যাচাই হয়নি। লোকসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত ভাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা।
EiSamay.Com
৮.৭ লাখ মোবাইল নম্বর বাতিল হয়ে যাচ্ছে, আপনারটা নেই তো?


‘২০১৬ থেকে ২০১৭-র ফেব্রুয়ারি পর্যন্ত ১.৭১ কোটি গ্রাহক ফর্ম বা CAF (Customer Acquisition Form)-এর অডিটে দেখা করা হয়েছে। এরমধ্যে ৮.৭৬ লাখ ফর্মের ক্ষেত্রে CAF-এ গলদ ছিল।’ লোকসভাকে লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী।

এদেশে নতুন মোবাইল নম্বর কানেকশন নেওয়ার ক্ষেত্রে KYC ফর্ম বাধ্যতামূলক। এই ফর্মের ভিরিফিকেশন বা যাচাইয়ের পরই সংশ্লিষ্ট গ্রাহকের নম্বর অ্যাক্টিভেট করা হয়ে থাকে। কিন্তু, এক্ষেত্রে প্রায় ৯ লাখ নম্বর-এর ভেরিফিকেশনের ক্ষেত্রে গলদ ধরা পড়েছে। কিছু ক্ষেত্রে যেমন দেখা গেছে, ফর্মেই গলদ, আবার অনেক গ্রাহকের ছবিই জমা পড়েনি KYC-র সঙ্গে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সার্ভিস প্রোভাইডারদের। পাশাপাশি অভিযোগ দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নম্বরগুলি ডিঅ্যাক্টিভ করে দিতে হয়। তবে উল্লেখ্য ৮.৭ লাখ নম্বরের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট করেননি মন্ত্রী মনোজ সিনহা।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের সমস্ত মোবাইল নম্বরকে আধারের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ​ এবার সিম কার্ডেও বাধ্যতামূলক আধার, চাইলে এখনই নিজের নাম্বারটা বাঁচান!

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল