অ্যাপশহর

চিনে যত লোক নেট ব্যবহার করেন, গোটা ইউরোপে তত লোকই নেই

ডিসেম্বর মাসের সমীক্ষায় জানা গিয়েছে, তাঁদের মোট সংখ্যা গোটা ইউরোপের জনসংখ্যার সমান।

EiSamay.Com 23 Jan 2017, 6:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী চিনের বাসিন্দা। গত ডিসেম্বর মাসের সমীক্ষায় জানা গিয়েছে, তাঁদের মোট সংখ্যা গোটা ইউরোপের জনসংখ্যার সমান।
EiSamay.Com
চিনে যত লোক নেট ব্যবহার করেন, গোটা ইউরোপে তত লোকই নেই


গত ডিসেম্বর মাসের সমীক্ষায় জানা গিয়েছে, চিনে মোট ইন্টারনেট ইউজারের সংখ্যা ৭৩.১ কোটি। এর পরে তা আরও ৬% বাড়ার ফলে বর্তমানে ইউরোপের মোট জনসংখ্যার সমান হয়েছে। রবিবার এই তথ্য দিয়েছে চিন সরকার নিয়ন্ত্রিত চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফর্মেশন সেন্টারের ওয়েবসাইট।

অনলাইন কনটেন্টের উপর কড়াকড়ি বহাল রাখলেও দেশে গ্রাহক-সর্বস্ব অর্থনীতি চালু করতে ই-কমার্সের উপর ক্রমে নির্ভরতা বাড়চে বেজিংয়ের। প্রসহ্গত, চিন সরকারের জারি করা নিষেধাজ্ঞায় ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে ফেসবুক ও গুগল। বর্তমানে 'ইন্টারনেট প্লাস প্রকল্প' সফল করতে মরিয়া সরকার। সমীক্ষায় আরও জানা গিয়েছে, মোবাইল ফোন ও হ্যান্ড ডিভাইসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৯.৫ কোটি ছুঁয়েছে।

# The number of internet users in China reached 731 million in December.
# Online consumption has become an increasingly important part of the economy.
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল