অ্যাপশহর

এবার ট্যাটুই জানান দেবে মদ্যপানের মাত্রা

এবার রক্তে অ্যালকহলের মাত্রা বোঝার জন্যে, কোনও রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। একেবারে রিয়াল টাইমে চটজলদি জানা যাবে একজন ঠিক কতটা অ্যালকহল সেবন করেছেন।

EiSamay.Com 19 Oct 2016, 1:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার রক্তে অ্যালকহলের মাত্রা বোঝার জন্যে, কোনও রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। একেবারে রিয়াল টাইমে চটজলদি জানা যাবে একজন ঠিক কতটা অ্যালকহল সেবন করেছেন।
EiSamay.Com
এবার ট্যাটুই জানান দেবে মদ্যপানের মাত্রা


সম্প্রতি বিজ্ঞানীরা পরিধানযোগ্য একটি স্কিন ট্যাটু তৈরি করেছেন যা শরীরের ঘাম থেকে অ্যালকহল মাত্র নির্ধারণ করে সেই তথ্য পাঠিয়ে দেবে আপনার স্মার্টফোনে। এর ফলে অনায়াসেই বুঝতে পারবেন ঠিক কখন আপনার থামা উচিত, যাতে আপনি বেসামাল না হয়ে পড়েন। এই ট্যাটু তাঁদের জন্যে বিশেষ উপকারী যাঁরা মদ্যপানের সময়ে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেন।

দেখতে একেবারে সাধারণ সাময়িক ট্যাটুর মতো দেখতে হলেও এতে রয়েছে বায়োসেন্সর প্যাচ যাতে বসানো রয়েছে অসংখ্য ফ্লেক্সিবল ওয়্যারলেস কম্পোনেন্ট। এমনটাই জানিয়েছেন ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকাল ইমেজিং অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং-এর সদস্য সেইলা সেলিমভিক।

সমীক্ষায় দেখা গিয়েছে শুধুমাত্র আমেরিকাতেই মদ্যপান জনিত কারণে প্রতিবছর মৃত্যু হয় প্রায় ৮৮ হাজার মানুষের। তার মধ্যে ২০১৪ সালে, মদ্যপান করে গাড়ি চালাতে গিয়েই মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের।

বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সেল্ফ মনিটরিংয়ের জন্যে একেবারে আদর্শ এই যন্ত্র। আর মাত্র ৮ মিনিটেই স্মার্ট ফোনে পৌঁছে যাবে সব তথ্য।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল