অ্যাপশহর

প্রতিদিন ১০ কোটি কল হোয়াট্স অ্যাপে, চাপে টেলিকম সংস্থাগুলি

ডেটা চার্জ লাগলেও কানেক্টিভিটি এবং পরিষ্কার আওয়াজের জন্য হোয়াট্স অ্যাপ কলিং এখন রীতিমতো পছন্দের বিষয় হয়ে উঠেছে ব্যবহারকারীদের কাছে।

EiSamay.Com 24 Jun 2016, 8:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে হোক বা বিদেশে, শুধু আপনার হোয়াট্স অ্যাপ লিস্টে থাকলেই হল। তাঁকে অনায়াসে ফোন করুন বিনা বাধায়। ডেটা চার্জ লাগলেও কানেক্টিভিটি এবং পরিষ্কার আওয়াজের জন্য হোয়াট্স অ্যাপ কলিং এখন রীতিমতো পছন্দের বিষয় হয়ে উঠেছে ব্যবহারকারীদের কাছে। একটি ব্লগপোস্টে হোয়াট্স অ্যাপ জানিয়েছে, প্রতি দিন বিশ্ব জুড়ে ১০ কোটিরও বেশি ভয়েস কল করা হয় হোয়াট্স অ্যাপের মাধ্যমে।
EiSamay.Com
প্রতিদিন ১০ কোটি কল হোয়াট্স অ্যাপে, চাপে টেলিকম সংস্থাগুলি


ব্লগে লেখা হয়েছে, ‘বিগত এক বছরেরও বেশি সময় ধরে হোয়াট্স অ্যাপ ব্যবহারকারীরা পরিবার এবং বন্ধুদের যোগাযোগ করার জন্য হোয়াট্স অ্যাপ কলিংকে বেছে নিয়েছেন। বিশেষত, যাঁরা বিদেশে থাকেন তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বেশিরভাগ ভাগ কল করা হয়েছে। এক বছর বাদে প্রতি দিন গড়ে ১০ কোটিরও বেশি কল করা হয় বিশ্বজুড়ে। হিসেব করলে দেখা যায় প্রতি সেকেন্ডে ১১০০ কল করা হয়ে থাকে। আমরা অত্যন্ত খুশি যে এত মানুষ এই ফিচারটিকে পছন্দ করেছেন। আমরা এই ফিচারকে আগামী আরও উন্নত করতে বদ্ধপরিকর।’

হোয়াট্স অ্যাপের সিইও জ্যান কোউম নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘যখন ইউক্রেন থেকে প্রথমবার আমেরিকায় এসেছিলাম, তখন ফোন করা, বিশেষত আইএসডি কল করা একটা দুর্বিসহ ব্যাপার ছিল। দেয়ালে লাগানো একটা তারযুক্ত ফোন তুলে নম্বর ডায়াল করে অপেক্ষা করতে হত। অন্য প্রান্তের ব্যক্তি যদি ফোনের সামনে থাকেন তো ভালো, না হলে আবার অপেক্ষা। মোবাইল ফোনের ব্যবহার বাড়ার ফলে কলিং ব্যাপারটি একটু সহজ হয়ে যায়। কিন্তু বিদেশ বিভুঁইয়ে বার বার সিম পাল্টে ট্যারিফ মিলিয়ে ফোন করাও খুব একটা সহজ হত না। হোয়াট্স অ্যাপের সঙ্গে যুক্ত হগওয়ার পর আমরা প্রথমেই এই সীমারেখা গুলোকে মোছার চেষ্টা করেছি। এক বছরের সামান্য কিছু আগে এটা সম্ভব হয়েছে। আজ আমরা খুব গর্বিত, প্রতি দিন ১০ কোটি কল করা হয় হোয়াট্স অ্যাপের মাধ্যমে। প্রচুর মানুষ এর মাধ্যমে নিজের প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারছেন বিনা বাধায়।’

ভারতেও গত বছর মার্চ মাসে হোয়াট্স অ্যাপ কলিং ফিচার আসে। তার পর থেকে এ দেশেও হোয়াট্স অ্যাপ কলিংয়ের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। তার জেরে অনেকটাই ব্যবসা হারিয়েছে টেলিকম সংস্থাগুলি। রীতিমতো টক্কর দিয়েছে স্কাইপের সঙ্গেও। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রাজন ম্যাথিউস এই মর্মে ট্রাইকে একটি চিঠিই দেন। তিনি দাবি করেছেন, মোবাইল কলিংয়ের মতো ইন্টারনেট প্রোটোকলে যে সব কলিং হচ্ছে তাও রেগুলেশনের আওতায় আনা উচিত।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল