অ্যাপশহর

ক্রোম ব্যান করছে ফ্ল্যাশ প্লেয়ার

ফ্ল্যাশ প্লেয়ার থাকা সত্ত্বেও গুগল ক্রোমে কোনও ভিডিয়ো দেখতে পাচ্ছেন না তো?

EiSamay.Com 18 May 2016, 5:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশ প্লেয়ার থাকা সত্ত্বেও গুগল ক্রোমে কোনও ভিডিয়ো দেখতে পাচ্ছেন না তো? এখন যা-ও দু'একটা ভিডিয়ো দেখা যাচ্ছে, কয়েকদিন পর তাও দেখা যাবে না। কারণ ফ্ল্যাশ ডোডো পাখির মতোই বিলুপ্তির পথে। বেশির ভাগ ইন্টারনেট সাইটেই ফ্ল্যাশ ব্লক করা শুরু করেছে ক্রোম।
EiSamay.Com
ক্রোম ব্যান করছে ফ্ল্যাশ প্লেয়ার


ক্রোম-এর ডেভেলপমেন্ট টিম জানিয়েছে, যে কোনও ফ্ল্যাশ কনটেন্ট স্বয়ংক্রিয় ভাবেই যাতে HTML5-এ সুইচ করে যায়, তার চেষ্টা করা হচ্ছে। যদি কোনও সাইট HTML5 ভার্সানের সুবিধা না দিতে পারে, সেক্ষেত্রে ব্যবহারকারীর অনুমোদন না-পেলে কনটেন্টটি দেখা যাবে না।

১০টি সাইট আপাতত বাছাই করেছে গুগল ক্রোম, যেখানে ফ্ল্যাশ কনটেন্ট আপাতত দেখা যাবে। সেগুলি হল, YouTube, Facebook, Yahoo, VK.com, Live.com, Yandex.ru, OK.ru, Twitch.tv, Amazon ও Mail.ru। তবে এই সাইটগুলিতেও এক বছর পর আর ফ্ল্যাশ সাপোর্ট করবে না।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল