অ্যাপশহর

Redmi K20 Pro: অনেক বাঘা নামকে ১০ গোল, Xiaomi-র দুরন্ত ফোন!

₹30,999 দামের এই Redmi K20 Pro, OnePlus-এর মতো একাধিক নামী ও হাইবাজেটের স্মার্টফোনকে চ্যালেঞ্জ করতে পারে।

EiSamay.Com 29 Jul 2019, 5:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে ব্যবসা বৃদ্ধিতে Xiaomi-র তুলনা সত্যিই কঠিন। চিনা এই ব্র্যান্ড যেভাবে এদেশের স্মার্টফোনের ব্যবসায় থাবা বসিয়েছে, তা আগাম কল্পনা করা যায়নি। বাজেট ও সস্তার স্মার্টফোন তৈরিতে Xiaomi-র প্রতিযোগী তুলনায় অনেকই কম। এবার নিজেদের প্রিমিয়াম প্রোডাক্ট K20 Pro এদেশে লঞ্চ করেছে।
EiSamay.Com K20
যেমন দেখতে Redmi K20 Pro


লঞ্চ হওয়ার পর থেকেই K20 Pro নিয়ে জোর আলোচনা দেশের টেক-Talk-এ। এর আগে K20 Pro-র রিভিউ জানালেও, অল্প সময়ে জনপ্রিয় এই স্মার্টফোন নিয়ে বিস্তারিত আলোচনা পাঠকদের জন্য।

ডিজাইন
Redmi-র অন্য মডেলগুলোর তুলনায় ভিন্ন লুক রয়েছে K20 Pro-র। প্রিমিয়াম গ্লাস মেটাল স্যান্ডউইচ ডিজাইনের সঙ্গেই সামনে পিছনে রয়েছে করনিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। অল্প জায়গায় বেশি পরিষেবার ক্ষেত্রে প্রশংসনীয় ডিজাইন বানিয়েছে Xiaomi।

ডিসপ্লে
Redmi K20 Pro-তে রয়েছে 6.39 ইঞ্চ ফুল HD+AMOLED ডিসপ্লে। বর্ধিত অ্যাসপেক্ট রেশিও 19.5:9। এই ডিসপ্লে হাই ডাইনামিক রেঞ্জ বা HDR সাপোর্ট করে এবং অটোমেটিক্যালি স্ক্রিনের কনটেন্ট বুঝে কনট্রাস্ট পরিবর্তন করতে পারে।

ক্যামেরা
Redmi K20 Pro-তে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং পপ আপ সেলফি ক্যামেরা। অর্থাৎ, 48+13+8 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

পারফরম্যান্স
Redmi K20 Pro-তে রয়েছে 855 স্ন্যাপড্র্যাগন চিপ। সঙ্গেই থাকছে 8GB RAM ও 256GB স্টোরেজ। কোনও বাধা ছাড়াই হাই গ্রাফিক্সের কাজ করতে পারে Redmi K20 Pro। স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড পাই।

ব্যাটারি
Xiaomi-র এই স্মার্টফোনের ব্যাটারি ক্ষমতা 4000mAh। ফোনটি 27W-র সোনিকচার্জকে সাপোর্ট করে। ১ ঘণ্টার মধ্যেই ১০০% চার্জের গ্যারান্টি দিচ্ছে নির্মাতা সংস্থা।

₹30,999 দামের এই Redmi K20 Pro OnePlus-এর মতো একাধিক নামী ও হাইবাজেটের স্মার্টফোনকে চ্যালেঞ্জ করতে পারে। ডিজাইন থেকে ক্যামেরা- বহু ক্ষেত্রেই প্রত্যাশা ছাপিয়ে গেছে Redmi K20 Pro। আপনি কিনতে আগ্রহী? প্রতিক্রিয়া জানান আমাদের।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল