অ্যাপশহর

Mobile Review: বাজেট ফোন Micromax In Note 2! তবে হাই এন্ড গেমে তৈরি হতে পারে একাধিক সমস্যা

ফোনটিতে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 60Hz। ফোনটির ভিতরে রয়েছে Mediatek Helio G95 চিপসেট। 4GB RAM এবং 64GB হার্ডডিস্কের কনফিগারেশনে ফোনটি বাজারে ছাড়া হয়েছে।

EiSamay.Com 26 Jan 2022, 5:24 pm
ভারতে লঞ্চ করল ভারতের ব্রান্ড Micromax-এর একটি নতুন মডেল। মডেলটির নাম Micromax In Note 2। মঙ্গলবার লঞ্চ করেছে ফোনটি। সংস্থার এটাই লেটেস্ট ফোন। একাধিক আপডেটেড ফিচার যোগ করা হয়েছে ফোনটিতে। তার সঙ্গে ফোনটিতে প্রিমিয়াম লুক দেওয়ারও চেষ্টা করা হয়েছে। বাজেট ফোনগুলির মধ্যে এই ফোনটি অন্যতম। মূলত যাঁরা 12 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে ফোন কেনার প্ল্যান করে থাকেন তাঁদের জন্য এই ফোনটি বেস্ট অপশন। যদিও ফোনটি এখন বিক্রি শুরু হয়নি। 30 জানুয়ারি থেকে ফোনটি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন।
EiSamay.Com Micromax


Micromax Note 2 Price-
ফোনটিতে যে স্পেশিফিকেশন দেওয়া হয়েছে সেই তুলনায় ফোনটির দাম রাখা হয়েছে বেশ কম। Micromax Note 2-এর দাম রাখা হয়েছে 13,490 টাকা। এর মধ্যে সংস্থার তরফে 1000 টাকার ছাড় দেওয়া হবে। অর্থাৎ ফোনটির দাম হবে 12, 490 টাকা। তবে প্রাথমিক স্টক থাকা পর্যন্ত এই ছাড় পাবেন ব্যবহারকারীরা। Micromax এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ 30 জানুয়ারি দুপুর 12 টা থেকে ফোনটি কেনা যাবে।


স্পেশিফিকেশন-
ফোনটিতে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 60Hz। ফোনটির ভিতরে রয়েছে Mediatek Helio G95 চিপসেট। 4GB RAM এবং 64GB হার্ডডিস্কের কনফিগারেশনে ফোনটি বাজারে ছাড়া হয়েছে। তবে Micro SD কার্ড ব্যবহার করে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

কানেক্টিভিটি-
Micromax Note 2 ফোনে দেওয়া হয়েছে 4G কানেক্টিভিটি, Wi-Fi, ব্লুটুথ, USB type-C পোর্ট এবং একটি 3.5mm headphone Jack।

Read More- বিশ্বের দ্রুতগামী সুপার কম্পিউটার তৈরি করল Facebook, প্রায় 100টি ভাষা পড়তে সক্ষম
Micromax Note 2 ক্যামেরা স্পেশিশিফিকেশন-
ফোনটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। এবং ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে অনেকটা Samsung এর মডেলগুলির মতো। প্রাইমারি ক্যামেরাটি 48MP-র এবং একটি 5MP-র সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। এছাড়াও একটি 16 MP-র একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটিতে।

বিশেষজ্ঞদের মত, বাজেটের ফোনের মধ্যে এই ফোনটি যথেষ্ট ভালো। যাঁরা হাই এন্ড কোনও গেম খেলেন না তাঁদের জন্য এই ফোনটি বেস্ট। যদিও স্টোরেজ নিয়ে তাঁরা বেশ হতাশ। তাঁদের বক্তব্য, অনেক অ্যাপ আছে যেগুলি একাধিক আপডেট পাঠায় ফলে অ্যাপগুলির সাইজ বেশ বড়ো হয়ে যায়। সেকারণে স্টোরেজের অভাব দেখা দিতে পারে।

Read More-

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল