অ্যাপশহর

Mi A2 বনাম Note 5 Pro! কোনটা আপনার জন্য? জেনে নিন

নানা ফিচারের জন্য শিয়াওমির দু'টি স্মার্টফোনই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

EiSamay.Com 29 Aug 2018, 6:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ভারতের বাজারে Mi A2 লঞ্চ করেছে শিয়াওমি। নানা ফিচারের জন্য চিনের সংস্থার নতুন এই স্মার্টফোনটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আর এই একই কারণে শিয়াওমিরই Redmi Note 5 Pro ইতোমধ্যে এ দেশের মাঝারি বাজেটের স্মোর্টফোন বাজারে নিজের জায়গা করে নিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই দুই ফোনের মধ্যে আপনার জন্য কোনটি 'সেরা' হতে পারে।
EiSamay.Com প্রতীকী ছবি
প্রতীকী ছবি


Mi সিরিজের নতুন এই স্মার্টফোন Mi A2-তে আছে ৪ জিবি র‍্যাম, Qualcomm Snapdragon ৬৬০ প্রসেসর। এ ছাড়া Mi A2-এর অল-মেটার বডি এবং ডুয়াল রিয়ার ক্যামেরার মতো ফিচারস ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। শিয়াওমি Mi A2-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে।

এদিকে, দেশের মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে বহু আগেই নয়া বেঞ্চমার্ক তৈরি করে ফেলেছে শিয়াওমিরই Redmi Note 5 Pro। এর একাধিক অসাধারণ ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করেছে। Redmi Note 5 Pro-র দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে।

Xiaomi Mi A2 এবং Redmi Note 5 Pro-এর এমন আরও কিছু ফিচারের ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক:

ডিজাইন: শিয়াওমির দুই স্মার্টফোন Redmi Note 5 Pro এবং Mi A2-র নকশা মোটের ওপর প্রায় এক। পার্থক্য বলতে Mi A2 তুলনায় একটু স্লিম এবং ঝকঝকে।

ফিচারস এবং ডিসপ্লে: Mi A2 অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন। তবে এতে হেডফোন জ্যাক এবং microSD-এর সুবিধা নেই। অন্যদিকে, Redmi Note 5 Pro-তে এই দু'টি ফিচারই আছে। Mi A2-তে আছে Qualcomm Snapdragon 660 প্রসেসর। আর Redmi Note 5 Pro-তে ব্যবহার করা হয়েছে Snapdragon 636 SoC।

ভারতে ৪জিবি+৬৪জিবি এবং ৬জিবি+১২৮জিবি মডেলে পাওয়া যাচ্ছে Mi A2। ৪জিবি+৬৪জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে, Redmi Note 5 Pro ৪জিবি+৬৪জিবি এবং ৬জিবি+৬৪জিবি মডেলে পাওয়া যাচ্ছে। প্রথম মডেলটির দাম ১৪,৯৯৯ টাকা।

পারফরম্যান্স, সফ্টওয়্যার এবং ব্যাটারি লাইফ: এক্ষেত্রে দু'টি ফোনই সমান নম্বর দিয়েছেন বিশ্লেষকরা। Redmi Note 5 Pro এবং Mi A2 পারফরম্যান্স, সফ্টওয়্যার এবং ব্যাটারি লাইফ সবার প্রশংসা কুড়িয়েছে।

ক্যামেরা: ১২ ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরার পাশাপাশি Mi A2-তে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টালেজিন্সে (AI) পোর্টট্রেট, AI বিউটি এবং HDR সাপোর্ট রয়েছে। এছাড়াও ৪৫০০K ফ্রন্ট ফ্ল্যাশও রয়েছে Mi A2-তে। Redmi Note 5 Pro-তে আছে ১২ মেগাপিক্সেল রেয়ার প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এতে আছে ২০ এমপি ফ্রন্ট ক্যামেরা।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল