অ্যাপশহর

Twitter অ্যাকাউন্ট লকড? চিন্তা নেই, মুহূর্তে সমাধানের জন্য রইল টিপস

Twitter : পুরো প্রক্রিয়াটি অত্য়ন্ত সহজ। আপনার Twitter অ্যাকাউন্টের সঙ্গে কোনও ইমেল অ্যাকাউন্ট যুক্ত থাকলে কীভাবে এই কাজ করতে হবে জানিয়ে সেই ইমেলে নির্দেশিকা পাঠাবে মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি।

Lipi 29 Nov 2021, 9:30 pm
Twitter : আপনার Twitter অ্যাকাউন্ট পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত রয়েছে। আপনার অ্যাকাউন্ট 'রেস্ট্রিকডেড’ হয়েছে কিনা জানবেন কীভাবে? Twitter এ লগ ইন করার চেষ্টা করলেই আপনাকে জানানো হবে সুরক্ষার জন্য অ্যাকাউন্ট লক হয়েছে। তবে চিন্তার কোন কারণ নেই। খুব সহজেই Twitter অ্যাকাউন্ট আনলক করা সম্ভব।
EiSamay.Com Twitter


Twitter জানিয়েছে পাসওয়ার্ড বদল করে এবার নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে পারবেন। আপনার Twitter অ্যাকাউন্টের সঙ্গে কোনও ইমেল অ্যাকাউন্ট যুক্ত থাকলে কীভাবে এই কাজ করতে হবে জানিয়ে সেই ইমেলে নির্দেশিকা পাঠাবে মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি। Twitter এর নিয়ম ভেঙে আপনার অ্যাকাউন্ট থেকে কোন অটোমেটেড কাজকর্ম হলে অ্যাকাউন্ট লক হতে পারে।



একবার আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেলে পুনরায় লগ ইন করার জন্য আপনিই যে সেই অ্যাকাউন্টের প্রকৃত মালিক সেই প্রমাণ দিতে হবে।

বাবা মা-র 'অনুমতি' ছাড়া খেলতে পারবে না সন্তান! নতুন 6 ফিচার BGMI-তে
Twitter অ্যাকাউন্ট আনলক করবেন কীভাবে? জেনে নিন:

  • নিজের Twitter অ্যাকাউন্টে লগ ইন করুন।
  • এবার আপনার ইনবক্স দেখে নিন। সেখানে জানানো হবে যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে।
  • এখানে Start বাটনে ক্লিক করে আনলক প্রক্রিয়া শুরু করুন।
  • আপনার ফোন নম্বর দিয়ে দিন। এই কাজের জন্য ফোন নম্বর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
  • এবার আপনি ফোনে একটি ফোন কল অথবা মেসেজ পাবেন। সেখানে একটি কোড থাকবে। এই কোড সাবমিট করে Twitter অ্যাকাউন্ট আনলক করা যাবে।
আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকডেট থাকলেও Twitter ব্যবহার চালিয়ে যেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র নিজের ফলোয়ারদের ডিরেক্ট মেসেজ পাঠানো যাবে। তবে ট্যুইট, রিট্যুইট, লাইক করতে পারবেন না। এছাড়াও শুধুমাত্র আপনার ফলোয়াররাই আপনার অতীতের ট্যুইট দেখতে পাবেন।

ফোনে Truecaller রয়েছে? তাহলে কল রেকর্ডিং এবার আরও সহজ
এই সময় ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন সহ একাধিক পদক্ষেপের জন্য বলবে Twitter। এর মধ্যেই রয়েছে অ্যাকাউন্টের সঙ্গে ফোন নম্বর যুক্ত করা অথবা Twitter এর নিয়ম ভেঙেছে এমন কোনও Tweet থাকলে তা ডিলিট করা।

রিস্টোর করতে নিজের অ্যাকাউন্ট লগ ইন করে এমন কোন মেসেজ রয়েছে কি না দেখুন যেখানে কয়েকটি অ্যাকাউন্ট ফিচার বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। সেখানে ক্লিক করে নির্দেশাবলী অনুসরণ করুন।

তবে একাধিকবার Twitter এর নিয়ম লঙ্ঘন করলে পাকাপাকিভাবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে Twitter।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল