অ্যাপশহর

WhatsApp মেসেজ পড়েছেন কিনা, জানাতে চান না? Blue Tick বন্ধ করুন এই সহজ পদ্ধতিতে...

Turn Off WhatsApp Blue Tick Or Read Receipts: হোয়াটসঅ্যাপে মেসেজ পড়েছেন কিনা, তা জানাতে চান না অনেকেই। মূলত, প্রাইভেসির জন্য এই পন্থার অবলম্বন করে থাকেন ইউজারেরা। আপনিও যদি WhatsApp-এ Blue Tick অপশন বন্ধ করে রাখতে চান, তাহলে জেনে নিন সহজ উপায়।

Lipi 3 Jul 2021, 6:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিগত কয়েক বছরে WhatsApp একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে। তার মধ্যেই অন্যতম Blue Tick। এর মাধ্যমে কোনও ব্যক্তি মেসেজ পড়লে, সেই মেসেজের পাশে নীল রঙের দুটি টিক মার্ক দেখা যায়। 2014 সালে এই ফিচার নিয়ে এসেছিল মার্কিন মেসেজিং কোম্পানিটি। এছাড়াও, মেসেজ পাঠানো হলে একটি ধূসর টিক ও মেসেজ ডেলিভার হলে দুটি ধূসর টিক দেখায় WhatsApp।
EiSamay.Com WhatsApp Blue Tick


এই ফিচারে প্রতিদিন WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ আরও সহজ হয়ে গিয়েছে কোটি কোটি মানুষের। যদিও, প্রাইভেসির কারণে এই ব্লু টিক ফিচার অনেকেই পছন্দ করেন না। কোনও মেসেজ পড়া হয়েছে কিনা, তা ব্যক্তিগত রাখতে চান অনেকেই। Settings থেকে এই ফিচার বন্ধ করা সম্ভব। আপনিও চাইলে নিজের WhatsApp দেখে নিন কীভাবে আপনার WhatsApp প্রোফাইলে Blue Tick বন্ধ করবেন?

আরও পড়ুন: ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে WhatsApp মেসেজ পড়া হয়েছে কিনা, এই সহজ উপায়ে

WhatsApp-এ Blue Tick অপশন বন্ধ করবেন কী ভাবে?

* প্রথমেই WhatsApp ওপেন করুন।
* এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু দেখতে পাবেন।
* সেখানে ট্যাপ করে Settings ওপেন করুন।
* এবার Account সিলেক্ট করে Privacy অপশনটি বেছে নিন।
* এর পরে Read Receipts আনচেক করে দিন।

আরও পড়ুন: WhatsApp-এ গুচ্ছের চ্যাট ক্লিয়ার করুন এক ক্লিকেই! জানুন পদ্ধতি

উপরের এই পদ্ধতি ঠিকঠাক ভাবে করতে পারলেই, আপনার WhatsApp অ্যাকাউন্টের ব্লু টিক ডিসেবল হয়ে যাবে। যদিও, এই ফিচার ব্যবহার করলে আপনার মেসেজ পড়ার খবর যেমন কেউ পাবেন না, ঠিক তেমনই আপনি কোনও মেসেজ পাঠালে তা কে কে পড়ল, তা-ও জানা যাবে না।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল