অ্যাপশহর

অচেনা লোকজন আপনাকে অজানা WhatsApp গ্রুপে অ্যাড করছে? রেহাই মিলবে এই উপায়ে...

বলা নেই, কওয়া নেই, যখন তখন, অজানা অচেনা মানুষে ভরপুর WhatsApp Group-এ অ্যাড করে দেওয়া হচ্ছে আপনাকে! কী সমস্যার ব্যাপার বলুন তো! আবার বেরিয়ে আসারও জো নেই, পাছে কে কী ভাবে! তবে, সমস্যা যেমন রয়েছে, তার সমাধানও আছে।

Lipi 31 Aug 2021, 8:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বন্ধু, প্রিয়জন অথবা অফিসের সহকর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার সেরা মাধ্যম এখন WhatsApp ও তার বিভিন্ন গ্রুপ। তবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটিংয়ের অপব্যবহার করেও অনেক সময় বিভিন্ন প্রডাক্ট বিক্রি অথবা ভুয়ো খবর ছড়ানো-সহ আরও একাধিক অসাধু কাজ করে থাকেন অনেকেই। সবথেকে উদ্বেগের বিষয়টি হল, অনুমতি ছাড়াই অনেককে গ্রুপে অ্যাড করে নেওয়া হয়। এদিকে বেরিয়ে গেলে কে কী ভাববেন - সেই কিন্তু কিন্তু মনোভাব নিয়েই গ্রুপের সদস্য লাগবে ভেবে বেশিরভাগ সময় অনিচ্ছা সত্ত্বেও আজীবন সদস্যের মতো এই গ্রুপগুলিতে থেকে যেতে হয়। আর এই সমস্যা থেকেই বাঁচতে একটা সহজ সমাধান রয়েছে। জেনে নিন।
EiSamay.Com WhatsApp Group


WhatsApp Web থেকে লগ ইন-লগ আউট করার সহজ উপায়, খুব কাজে আসবে!
অচেনা মানুষ যেন আপনাকে WhatsApp গ্রুপে ঢোকাতে না পারেন, তার জন্য কী করবেন?

WhatsApp-এ কিছু সেটিংস পরিবর্তন করলে, অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনও WhatsApp গ্রুপে ঢোকাতে পারবেন না। কোন কোন বন্ধুর কাছে আপনাকে WhatsApp গ্রুপে ঢোকানোর অধিকার থাকবে, তা-ও ঠিক করে দেওয়া যাবে। বাই ডিফল্ট যে কোনও WhatsApp গ্রাহক আপনাকে যে কোনও গ্রুপে অ্যাড করে নিতে পারেন।

কোভিড টিকার স্লট বুকিং এবার WhatsApp এই! সহজ পদ্ধতি জেনে নিন...
তবে, সেটিংসে ছোট্ট এই পরিবর্তন করলে, গ্রুপ অ্যাডমিন যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে একটি লিঙ্ক পাঠাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে, তবেই আপনি নির্দিষ্ট গ্রুপে যোগ দিতে পারবেন।

* WhatsApp ওপেন করুন।
* ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
* এবার সিলেক্ট করুন Settings। এর পরে Account সিলেক্ট করুন।
* Privacy অপশনে গিয়ে Groups বাছাই করলে এখানে Everyone সিলেক্ট হয়ে থাকবে।
* এই অপশন সিলেক্ট থাকলে, যে কোনও 'Everyone' গ্রাহক অনুমতি ছাড়াই আপনাকে যে কোনও 'Everyone' গ্রুপে অ্যাড করতে পারবেন।
* এখানে My Contact সিলেক্ট করলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যে ব্যক্তিদের নম্বর সেভ রয়েছে, তাঁরাই আপনাকে কোন WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন।
* My Contacts Except সিলেক্ট করে আপনি নির্দিষ্ট কোনও ব্যক্তিকে গ্রুপে অ্যাড করানোর অনুমতি দিতে পারবেন।
* এই লিস্ট খালি রেখে দিলে অনুমতি ছাড়া আপনাকে কোনও WhatsApp গ্রুপে অ্যাড করা যাবে না।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর