অ্যাপশহর

একটা SMS-এই আধার-PAN লিঙ্ক সম্ভব! জেনে নিন কীভাবে

পাশাপাশি আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়েও এই লিঙ্কিং করা যাবে।

EiSamay.Com 31 May 2017, 7:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: PAN কার্ডের সঙ্গে আধার কার্ডে নম্বর লিঙ্ক করা এবার আরও সহজ হয়ে গেল। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়কর দপ্তর। এতদিন আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্ক করতে হত। কিন্তু, এবার জাস্ট একটা SMS-এই আধার ও PAN লিঙ্ক করা সম্ভব বলে জানিয়েছে আয়কর দপ্তর।
EiSamay.Com now need an sms to link aadhaar to pan
একটা SMS-এই আধার-PAN লিঙ্ক সম্ভব! জেনে নিন কীভাবে


৫৬৭৬৭৮ এবং ৫৬১৬১ – এই নম্বরগুলিতে SMS পাঠালেই জুড়ে যাবে সংশ্লিষ্ট ব্যক্তির PAN ও আধার নম্বর। SMS-এ আধার ও PAN কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। এই মর্মে দেশের সমস্ত বড় দৈনিকগুলিতে বিজ্ঞাপন দিয়েছে আয়কর দপ্তর।

পাশাপাশি আয়কর দপ্তরের ওয়েবসাইটে গিয়েও এই লিঙ্কিং করা যাবে। কীভাবে জানতে ক্লিক করুন

এদিকে, আগামী ২৭ জুন কেন্দ্রের আধারকে বাধ্যতামূলক করতে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলি নিয়ে মামলার শুনানি সুপ্রিম কোর্টে। সেদিন শীর্ষ আদালত সবপক্ষের বক্তব্য শুনবে। প্রসঙ্গত, এর আগে আধারকে বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট।
Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল