অ্যাপশহর

Passport লিঙ্ক করুন Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে, বাধ্যতামূলক এই কাজের সঠিক পদ্ধতি জানুন

Link Passport With Covid Vaccine Certificate: বিদেশযাত্রার জন্য এখন কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কী ভাবে এই দুটি জরুরি নথি লিঙ্ক করবেন, জেনে নিন সহজ উপায়।

Lipi 29 Jun 2021, 4:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই বিদেশ যাত্রা? তবে, তার জন্য আপনার Passport-এর সঙ্গে Covid 19 ভ্যাকসিনেশন সার্টিফিকেট লিঙ্কড থাকা আবশ্যক। বিদেশ যাত্রার জন্য ভ্যাকসিন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। যদিও, বিশ্বব্যাপী এই বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়ম তৈরি হয়নি এখনও পর্যন্ত। বরং, সব দেশের ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে রয়েছে নিজস্ব নিয়ম। তবে, একটা বিষয় নিশ্চিত যে, ভ্যাকসিন না নিলে বিদেশ যাত্রা করা যাবে না।
EiSamay.Com Passport And Covid 19 Vaccination Certificate Linking


তাই, এখন যাঁরা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, সকলের শুধু ভ্যাকসিন সার্টিফিকেট থাকলেই হবে না, সেই সার্টিফিকেট আবার পাসপোর্টের সঙ্গে লিঙ্কও করতে হবে। এতদিন শুধুমাত্র শিক্ষা ও সরকারি কাজে বিদেশ যাত্রার জন্য একমাত্র ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করা যাচ্ছিল। এবার থেকে দেশের সব নাগরিক নিজের ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে পারবেন।

আরও পড়ুন: Covid-19 Vaccination Certificate-এ নাম-ঠিকানা ভুল? এই সহজ পদ্ধতিতে এখনই ঠিক করে নিন

অনলাইনেই ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করার সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র। কী ভাবে করবেন এই কাজ? দেখে নিন।

* cowin.gov.in ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
* এবার Raise a issue সিলেক্ট করুন।
* তার পর Passport অপশন সিলেক্ট করুন।
* এবার ড্রপ ডাউন থেকে নিজের নাম সিলেক্ট করুন।
* পাসপোর্ট নম্বর দিয়ে দিন।
* সব শেষে 'Submit' সিলেক্ট করুন।

মনে রাখতে হবে - ভ্যাকসিন সার্টিফিকেটে যে নাম রয়েছে পাসপোর্টেও একই নাম থাকতে হবে।

আরও পড়ুন: Covid Vaccine Certificate আসল না নকল? বুঝবেন কী ভাবে?

এছাড়াও, ভ্যাকসিন সার্টিফিকেটে নাম ভুল থাকলে তা সংশোধন করা যাবে। যদিও, একজন ব্যক্তি ভ্যাকসিন সার্টিফিকেটের নাম একবারই সংশোধন করতে পারবেন।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ক্লিক করুন এখানে।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল