অ্যাপশহর

Aadhaar লিঙ্ক করুন EPF অ্যাকাউন্টের সঙ্গে, জানুন পদ্ধতি

Link Aadhaar Card With EPF Account Online: আপনার আধার কার্ডের সঙ্গে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে রাখা বাধ্যতামূলক। কারণ, Aadhaar-EPF Link না করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন না। তাই, এখনই জেনে নিন, কী ভাবে আধারের সঙ্গে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট লিঙ্ক করবেন?

Lipi 17 Jun 2021, 4:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: EPF অ্যাকাউন্ট এই মুহূর্তে খুবই দরকারি। তার থেকেও বেশি দরকারি হল EPF অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar লিঙ্ক করা। কারণ, আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে Aadhaar লিঙ্কড না থাকলে, আপনি টাকা তুলতে পারবেন না। তাই খুবই জরুরি কাজ। তবে, EPF-Aadhaar লিঙ্ক করাতে খুব একটা কাঠখড় পোড়নোর প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই তা সম্ভব। খুব সহজেই নিজের আধারের সঙ্গে EPF অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন। দেখে নিন, কী ভাবে?
EiSamay.Com Aadhaar EPF Linking


অনলাইনে EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন কী ভাবে?

* EPFO ওয়েবসাইটে নিজের UAN নম্বর ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।
* Manage ট্যাবে KYC অপশন সিলেক্ট করুন।
* নতুন যে পেজ খুলে গেল, সেখানে Add KYC অপশন সিলেক্ট করে নিয়ে আধার নম্বর ও PAN নম্বর দিয়ে দিন।
* এবার Submit অপশন সিলেক্ট করুন।
* Pending KYC ট্যাবে ডিটেলস পেয়ে যাবেন।
* সব ধাপ ঠিকঠাক ভাবে পেরোতে পারলেই আপনার EPF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড হয়ে যাবে Aadhaar।

অফলাইনে আধারের সঙ্গে আধার লিঙ্ক করবেন কী ভাবে?

নিকটবর্তী EPFO অফিসে গিয়ে আধারের সঙ্গে EPF অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। একটি আবেদনপত্র জমা দিয়ে তিনটি সহজ ধাপে করা যাবে এই কাজ।

* আবেদনপত্রে নিজের নাম, UAN ও আধার নম্বর লিখুন।
* এর পরে প্রয়োজনীয় সব তথ্য লিখুন।
* সব শেষে আপনার PAN, UAN ও আধারের কপির সঙ্গে আবেদনপত্র জমা দিন।

আধারের সঙ্গে UAN লিঙ্ক হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ আসবে।

EPF-এর সঙ্গে Aadhaar লিঙ্ক করলে কী সুবিধা মিলবে?

EPF-এ 4 কোটির বেশি সদস্য রয়েছেন। সহজে ভেরিফিকেশনের জন্য সব সদস্যকে Aadhaar লিঙ্ক করার আবেদন জানানো হয়েছে। EPF-এর সঙ্গে Aadhaar লিঙ্ক থাকলে কী কী সুবিধা মিলবে, জেনে নিন?

* আধার লিঙ্ক থাকলে আপনার কোনও ডেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
* এর ফলে একাধিক অ্যাকাউন্টের সমস্যা দূর হবে।
* কোম্পানির অনুমতি ছাড়াই আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। কোনও সমস্যা ছাড়াই এই কাজ করা যাবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল