অ্যাপশহর

ব্লু টিক বন্ধ থাকলেও জানা যাবে WhatsApp মেসেজ পড়া হয়েছে কিনা, এই সহজ উপায়ে

Read WhatsApp Messages Without Blue tick: যাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন, তাঁর ব্লু টিক অপশন বন্ধ করা রয়েছে। তবে, আপনার মেসেজ তিনি পড়ছেন কী না, তা সহজেই ধরে ফেলতে পারবেন। কী ভাবে, সেই উপায়ই জেনে নেওয়া যাক।

Lipi 27 Jun 2021, 7:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 2014 সালে WhatsApp-এ যুক্ত হয়েছিল ব্লু টিক। অসাধারণ এই ফিচার্সের সাহায্যে আপনি যাঁকে মেসেজ পাঠালেন, তিনি সেই মেসেজ ওপেন করলেই, আপনার ফোনে মেসেজের পাশে নীল রঙের দুটি টিক দেখা যায়। মেসেজের পাশে একটি টিক মানে মেসেজটি পাঠানো হয়েছে, দুটি টিকের অর্থ মেসেজ রিসিভারের কাছে পৌঁছে গিয়েছে, আর নীল রঙের দুটি টিক দেখালে বুঝতে হবে, সেই মেসেজ পড়াও হয়ে গিয়েছে।
EiSamay.Com WhatsApp Chat Blue Tick


কিন্তু, WhatsApp-এ রয়েছে একটি বিশেষ প্রাইভেসি ফিচার। কেউ যদি চান, তবে এই ব্লু টিক ফিচার বন্ধ করে রাখতে পারেন। সে ক্ষেত্রে সেই ব্যক্তিকে মেসেজ পাঠানোর পরে, তা পড়া হয়ে গেলেও কখনই নীল টিক দেখাবে না। যদিও, একটি বিশেষ কৌশলে ব্লু টিক বন্ধ থাকেলও, সেই মেসেজ পড়া হয়েছে কিনা, জানা যাবে। কী ভাবে বুঝবেন? জেনে নিন।

আরও পড়ুন: WhatsApp-এ আপনার বন্ধুরা কে কার সঙ্গে চ্যাট করছেন? কী ভাবে বুঝবেন?

ব্লু টিক বন্ধ থাকা সত্ত্বেও, আপনার WhatsApp মেসেজ পড়া হয়েছে কিনা, তা জানার উপায় -

* প্রথমেই আপনি WhatsApp ওপেন করে যে মেসেজ পাঠাতে চান, তা সেন্ড করে দিন।
* সেই ব্যক্তির ব্লু টিক বন্ধ রয়েছে কী না, নিশ্চিত হতে মেসেজ পাঠানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করুন।
* এবার যদি দুটি ধূসর টিক দেখায় বুঝবেন, সেই ব্যক্তি ইন্টারনেট অন রয়েছে এবং মেসেজ ডেলিভার হয়েছে।
* অনেকক্ষণ পরেও ব্লু টিক দেখা না গেলে সেই ব্যক্তির ব্লু টিক বন্ধ থাকতে পারে। তখন আমাদের এই কৌশল ব্যবহার করুন।
* এবার সেই ব্যক্তিকে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দিন। তাহলেই বোঝা যাবে তিনি আপনাকে উপেক্ষা করছেন কী না।
* আপনার ভয়েস মেসেজে কিছুই বলার দরকার নেই। 1-2 সেকেন্ডের একটি ভয়েস মেসেজ সেই ব্যক্তিকে পাঠিয়ে দিন।
* এবার ভয়েস মেসেজের পাশে ধূসর টিক থাকলে বুঝবেন মেসেজ এখনও পড়া হয়নি।
* উল্টো দিকের মানুষটি যেই আপনার চ্যাট ওপেন করবেন তাঁর ব্লু টিক বন্ধ থাকলেও ভয়েস মেসেজের পাশে ব্লু টিক দেখাবে।

আরও পড়ুন: WhatsApp মেসেজের আপনা আপনি রিপ্লাই! কী ভাবে চালু করবেন?

অর্থাৎ, এই ফিচারে আদতে ব্লু টিক বন্ধ থাকলেও, WhatsApp-এর ভয়েস নোটে ব্লু টিক কখনই বন্ধ হয় না।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর