অ্যাপশহর

ফোনের ওপারের মানুষটি কল রেকর্ড করছেন! এপারে আপনি কী ভাবে বুঝবেন?

স্মার্টফোনে কথা বলার সময় কল রেকর্ড করা হলে তা বোঝার তিনটি সহজ পদ্ধতি রয়েছে। বলা ভালো, এমনই তিনটি সংকেত রয়েছে, যা আপনাকে পরিষ্কার করে দেবে যে, কল রেকর্ড হচ্ছে। সেগুলি সম্পর্কে বিশদে জেনে নিন।

Lipi 18 Sep 2021, 5:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোনের সাহায্যে কতশত আর যাই কাজ করা যাক না কেন, বেসিক কিন্তু সেই ফোন কল! যতই চ্যাট চলুক না কেন, কথা বলার বিকল্প পদ্ধতি আর কিসসু নেই! চ্যাটের মাধ্যমেও সব কথা বলা যায় ঠিকই। কিন্তু, মনের ভাবটা চ্যাটে লিখে বোঝানো সম্ভব হয় না। সেই মনের ভাব ফুটিয়ে তোলার একম অদ্বিতীয়ম উপায় ফোনের সাহায্যে জাস্ট একটা কল! আর তাই আজও আসমুদ্র হিমাচলের কথা বলার প্রথম পছন্দ একটা ফোন কলই!
EiSamay.Com People Talking On Phone


তবে, সেই ফোন কলেরই আবার অসুবিধাও কিছু রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল কল রেকর্ডিং। আপনার অনুমতি না নিয়েই অনেকে কল রেকর্ড করে যান নীরবে নিঃশব্দে! অনুমতি ছাড়া কল রেকর্ডিং বেআইনি হলেও অনেকেই নিয়মিত নিজের ফোন থেকে কল রেকর্ডিং চালিয়ে যান। মূলত, প্রমাণ রাখার জন্যই অনেকে কল রেকর্ড একপ্রকার অভ্যস্ত করে ফেলেছেন। সেটা সেভ করে যথাসময়ে ফোনের ওপারের মানুষটিকে বিপদে ফেলাই তাদের মহৎ উদ্দেশ্য। কিন্তু, ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি কোনও ভাবেই তা ঠাওর করে উঠতে পারেন না!

যদিও, আপনি চাইলেই তা ধরতে পারবেন। অর্থাৎ, কেউ যদি আপনার সঙ্গে ফোনে কথা বলার সময়ে তা রেকর্ড করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর তার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ফোন কল রেকর্ড হলে কী ভাবে বুঝবেন, জেনে নিন।

নিয়মিত বিপ আওয়াজ - বেশিরভাগ দেশের ফোনের অপর প্রান্তে থাকা মানুষটির অনুমতি না নিয়ে কল রেকর্ড করা বেআইনি। আর এই কারণেই বেশিরভাগ কোম্পানির ফোনে কল রেকর্ড করার সময় ওপারের মানুষটি নির্দিষ্ট সময় অন্তর বিপ আওয়াজ শুনতে পান। কয়েক সেকেন্ড অন্তর এই আওয়াজ হবে। ফোনে নিয়মিত এইরকম বিপ আওয়াজ শুনলে বুঝতে পারবেন, আপনার কল রেকর্ড করা হচ্ছে।

নেটওয়ার্ক সমস্যা? মোবাইল ইন্টারনেটের স্পিড নেই? সিম কার্ড পরিষ্কার করুন, জানুন পদ্ধতি
কলের শুরুতেই লম্বা বিপ আওয়াজ - অনেক সময় ফোনের অপর প্রান্তের মানুষটি কল রেকর্ড করলে, কলের শুরুতেই লম্বা বিপ আওয়াজ শুনতে পাবেন। এই রকম আওয়াজ শুনতে পেলেও বুঝতে পারবেন অপর প্রান্তের মানুষটি কল রেকর্ড করছেন। মনে রাখতে হবে, ফোনের শুরুতে লম্বা একটি বিপ আওয়াজ আর ফোন কল চলাকালীন পর পর বিপ আওয়াজ এই দুটোর যে কোনও একটি আপনার কাছে কল রেকর্ডিংয়ের সংকেত হিসেবে হাজির হতে পারে। দুটোর যে কোনও একটিই আপনার সন্দেহকে সত্যি করে দিতে পারে!

ফোনে সেভ করেও WiFi পাসওয়ার্ড ভুলে গেলেন? এবার বন্ধুকে কী ভাবে শেয়ার করবেন?
কল রেকর্ডিং মেসেজ - সম্প্রতি, Google Dialer-এর মাধ্যমে কল রেকর্ড করলে, রেকর্ডিংয়ের শুরুতেই ইংরাজিতে সতর্কবার্তা দেওয়া শুরু হয়েছে। রেকর্ডিং শুরুর সতর্কবার্তা শুনতে পেলেও বুঝবেন, আপনার কল রেকর্ড করা হচ্ছে।

কল রেকর্ড ধরে ফেলার সহজ সংকেত!

ফোন কলে কথা বলার সময় সেই কল রেকর্ড হচ্ছে কী না, সেই দিকে খেয়াল রাখা খুবই বিরক্তিকর একটি কাজ! তবে, কল রেকর্ড করা হচ্ছে কী না, তা জানার সব থেকে কার্যকরী উপায় ফোনের অপর প্রান্তের মানুষটিকে একবার জিজ্ঞেস করে নেওয়া। আপনার যদি কোনও কারণে সন্দেহ হয় যে, কল রেকর্ড হচ্ছে, তবে আপনি এমন কিছু বলা থেকে বিরত থাকুন যা ভবিষ্যৎে বিপদ ডেকে আনতে পারে। সুতরাং, নিজেকেই সাবধান থাকতে হবে।

এই সময় ডিজিটালের টেক এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল