অ্যাপশহর

নতুন ফিচার Instagram-এ! এই পদ্ধতিতে সহজেই ফিরে পাবেন ডিলিটেড পোস্ট

ফের Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর! আসছে নতুন ফিচার। এবার Instagram থেকে যে কোন স্টোরি ডিলিট হওয়ার 24 ঘণ্টার মধ্যে রিকভার করা যাবে। জানুন কীভাবে করবেন-

Lipi 20 Jan 2022, 9:43 pm
Facebook ও WhatsApp এর সঙ্গেই সমান ভাবে জনপ্রিয় Meta-র সোশ্যাল প্ল্যাটফর্ম Instagram। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে Instagram এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিগত কয়েক বছর ধরেই প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এই সোশ্যাল প্ল্যাটফর্মে একের পর এক নতুন ফিচার যুক্ত হয়েছে। Reel, IGTV-র মতো তরুণ প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় কোম্পানি। আরও নতুন ফিচার এনে গ্রাহকদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে Instagram।
EiSamay.Com instagram new


Read More-সপ্তাহে কতক্ষণ Instagram ব্যবহার করছেন? App-এই মিলবে হদিশ

ফের Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর! আসছে নতুন ফিচার। এবার Instagram থেকে যে কোন স্টোরি ডিলিট হওয়ার 24 ঘণ্টার মধ্যে রিকভার করা যাবে। এছাড়াও যে কোন পোস্ট ডিলিট হওয়া অথবা আর্কাইভ করার 30 দিনের মধ্যে তা রিকভার করার সুযোগ পাবেন Instagram ব্যবহারকারীরা। সম্প্রতি Meta-র তরফে এই ঘোষণা করা হয়েছেন।

Read More- DigiLocker-এ ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড সেভ কীভাবে? সহজেই সম্ভব

এই জন্য অ্যাপের মধ্যে "Recently Deleted” বিভাগ নিয়েছে এসেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিগত 30 দিনে ডিলিট হওয়া সব পোষ্ট এই ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে। Instagram প্রোফাইল থেকে কোন পোস্ট ডিলিট করার 30 দিনের মধ্যে তা রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করা যাবে।

Read More- ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ কীভাবে? জানুন সহজ উপায়

অ্যাপের ভিতরে ডিলিট করা সব ছবি, ভিডিও, রিল, স্টোরি Recently Deleted ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে। কীভাবে ডিলিট হওয়া কনটেন্ট ফিরে পাবেন? দেখে নিন উপায়।

  1. Instagram ওপেন করে প্রোফাইল ওপেন করুন।
  2. স্ক্রিনের ডান দিকে উপরে মেনু অপশন সিলেক্ট করুন।
  3. এবার সিলেক্ট করুন Settings।
  4. এর পরে Settings মেনু থেকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করুন।
  5. এখানে Recently Deleted অপশন বেছে নিন। এখানে সম্প্রতি ডিলিট হওয়া সব কনটেন্ট দেখতে পাবেন।
  6. যে পোস্ট রিকভার করতে চান সেটার উপরে ট্যাপ করুন।
  7. ডান দিকে উপরে থ্রি-ডট মেনু সিলেক্ট করুন।
  8. এখানে পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করার অপশন পাবেন।
  9. ডিলিট হওয়া পোস্ট রিস্টোর করতে OTP এর মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হবে। এই জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেলে OTP পাঠাবে Instagram।
  10. OTP দিয়ে সেই পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করে দিন।

পরের খবর

Techসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল