অ্যাপশহর

WhatsApp Status দেখুন গোপনে, কেউ জানতেও পারবেন না! কী ভাবে?

WhatsApp Tips: WhatsApp Status -এর মাধ্যমে সারাদিন কী করেছেন তা গোটা দুনিয়ার সঙ্গে শেয়ার করা সম্ভব। কাউকে না জানিয়ে গোপনে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখবেন কী ভাবে? উপায় জানুন।

Produced bySatyaki Bhattacharyya | EiSamay.Com 19 Aug 2022, 3:53 pm
দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়েছে WhatsApp। বন্ধুর সঙ্গে সারাদিন চ্যাটিং থেকে অফিসের মিটিং, এখন সব কিছুই WhatsApp -এর মাধ্যমেই হচ্ছে। WhatsApp Status -এর মাধ্যমে সারাদিন কী করেছেন তা গোটা দুনিয়ার সঙ্গে শেয়ার করা সম্ভব। কিন্তু আপনি কারও স্ট্যাটাস দেখলে সেই ব্যক্তি তা জেনে যাবেন। কী ভাবে কাউকে না জানিয়ে গোপনে দেখে নেবেন স্ট্যাটাস? জানুন।
EiSamay.Com whatsapp tips


WhatsApp Status গোপনে দেখবেন কী ভাবে?
Read receipt বন্ধ করে অথবা অফলাইনে কোন ব্যক্তির স্ট্যাটাস দেখলে অপর প্রান্তের মানুষটি জানতেও পারবেন না। তবে শুধু আপনার কনট্যাক্টে সেভ রয়েছে যে সব নম্বর সেই নম্বরের WhatsApp Status দেখতে পাবেন।

Read receipt বন্ধ করবেন কী ভাবে?
Read receipt বন্ধ করে কোন ব্যক্তির WhatsApp Status দেখলে কেউ জানতে পারবেন না। খুব সহজেই অ্যাপ সেটিংস থেকে এই অপশন ডিসেবেল করা সম্ভব। WhatsApp -এ Read receipt বন্ধ করার উপায় দেখে নিন:

  • Android অথবা iOS ডিভাইসে WhatsApp ওপেন করুন
  • ডান দিকে উপরে 3 ডট মেনু সিলেক্ট করুন
  • এবার Settings সিলেক্ট করুন
  • এবার সিলেক্ট করুন Privacy
  • এখানে Read receipt অপশন দেখতে পাবেন। এই অপশন বিন্ধ করে দিন।
WhatsApp: হোয়াটসঅ্যাপ চ্যাটে বন্ধ হচ্ছে স্ক্রিনশট! আসছে কড়া নিয়ম
অফলাইন থেকে WhatsApp Status কী ভাবে?
ফোনের মোবাইল ডেটা বন্ধ করে অথবা Incognito Mode এর মাধ্যমে ব্রাউজার থেকে WhatsApp ওপেন করে স্ট্যাটাস দেখলে অন্য কেউ জানতে পারবেন না। তবে একবার ফোনের মোবাইল ডেটা অন করলে সেই ব্যক্তি জেনে যাবেন যে আপনি স্ট্যাটাস দেখেছেন।

Force Stop করে গোপনে WhatsApp Status দেখবেন কী ভাবে?
একবার মোবাইল ডেটা বন্ধ করে স্ট্যাটাস দেখার পরে ফোনে WhatsApp অ্যাপ Force Stop করলে পরে অনলাইন হলেও অপর প্রান্তের মানুষটি জানতে পারবেন না। এই জন্য ফোনের Settings ওপেন করে Apps বিভাগ থেকে সিলেক্ট করুন WhatsApp। এখানে Force Stop অপশন দেখতে পাবেন।
WhatsApp: হ্যাকিং থেকে বাঁচতে কড়া নিয়ম আনছে হোয়াটসঅ্যাপ, আরও আঁটসাঁট সুরক্ষা!
File Manager থেকে WhatsApp Status দেখবেন কী ভাবে?
Android ব্যবহারকারীরা চাইলে ফোনের File Manager অ্যাপ থেকেও WhatsApp Status দেখতে পাবেন। একবার স্ট্যাটাস ট্যাব ওপেন করলে WhatsApp নিজে থেকেই সব স্ট্যাটাস ফোনে ডাউনলোড করে নেয়। কী ভাবে করবেন এই কাজ?
WhatsApp: গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেও টের পাবেন না কেউ! ফের নয়া ফিচার হোয়াটসঅ্যাপে
File Manager ওপেন করুন
  • Internal Storage সিলেক্ট করে WhatsApp ফোল্ডার ওপেন করুন
  • এবার media ফোল্ডার ওপেন করে Statuses ফোল্ডার ওপেন করুন
  • এখানে সব WhatsApp Status ডাউনলোড হয়ে যাবে
  • File Manager -এ Statuses ফোল্ডার দেখতে না পেলে File Manager অ্যাপ Settings থেকে ‘Show hidden files' অপশন এনেবেন করুন।

Android 11 ব্যবহারকারীরা এই ফোল্ডার খুঁজে পেতে Settings > Internal Storage > Android > Media > WhatsApp.com > WhatsApp > Media ওপেন করুন।
লেখকের সম্পর্কে জানুন
Satyaki Bhattacharyya
Satyaki Bhattacharya has been working in the digital media for the last 10 years. Currently he is working as a Tech Editor and Digital Content Producer for Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর